IPL 2025: মাঠের মধ্যেই রিঙ্কুকে সপাটে চড় কুলদীপের, ভাইরাল ভিডিওয়ে ফিরে এলো হরভজন-শ্রীশান্তের স্মৃতি !! 1

IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও সমর্থকদের মনে আশা জাগিয়ে রেখেছে। নতুন করে ঘুরে দাঁড়িয়ে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে দুরন্ত জয় নিয়েছে আজিঙ্কা রাহানের দল। ফলে প্লে অফের লড়াইয়ে কেকেআর শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উঠে আসছে বলাই যায়। অন্যদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শেষে ঘটে গেলো এক অদ্ভুত ঘটনা। কলকাতার তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের (Rinku Singh) গালে সপাটে চড় কষিয়ে দেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Read More: ‘আইকন’ সূর্য-শ্রেয়সরা, আইপিএলের মাঝেই নতুন লীগে নাম লেখালেন এক ঝাঁক তারকা ক্রিকেটার !!

রিঙ্কুকে থাপ্পড় মারলেন কুলদীপ-

IPL 2025: মাঠের মধ্যেই রিঙ্কুকে সপাটে চড় কুলদীপের, ভাইরাল ভিডিওয়ে ফিরে এলো হরভজন-শ্রীশান্তের স্মৃতি !! 2
Kuldeep Yadav and Rinku Singh | Image: Getty Images

আইপিএলে বর্তমানে প্রতিটি ম্যাচেই ফ্রাঞ্চাইজিগুলি ২ পয়েন্ট সংগ্রহ করার জন্য লড়াই চালাচ্ছে। ভারতের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে প্রতি বছরই ক্রিকেটের বাইরে একাধিক ঘটনা সামনে উঠে আসে। কিন্তু মাঠের মধ্যে সবার সামনে একজন ক্রিকেটার অপরজন ক্রিকেটারকে থাপ্পড় মারার ঘটনা খুব একটা দেখা যায়। ২০০৮ সালে হরভজন সিং (Harbhajan Singh) কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের সময় শ্রীশান্তের (S. Sreesant) গালে থাপ্পর বসিয়ে দিয়েছিলেন। যা নিয়ে ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। এবার চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম দিল্লি ক্যাপিটালসের (DC) ম্যাচেও একইরকম ছবি ধরা পড়লো। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জয়ের পর রিঙ্কু সিং (Rinku Singh) মাঠের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে কথা বলছিলেন। সেই মুহূর্তে কুলদীপ যাদব (Kuldeep Yadav) এই নাইট তারকার গালে সপাটে চড় কষিয়ে দেন। বিষয়টি মজার ছলে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও রিঙ্কু সিংয়ের মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি একেবারেই ভালোভাবে নেননি। দ্বিতীয়বার কুলদীপ যাদব চড় মারতে গেলে নাইট তারকা মুখ সরিয়ে নেন। বর্তমানে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দেখুন সেই ভাইরাল ভিডিও-

https://x.com/rajadityax/status/1917277581423894565?t=m13vpK-Twi3DleJN5xuXug&s=19

ঘটনার পিছনে আসল সত্য-

অন্যদিকে রিঙ্কু সিং (Rinku Singh) এবং কুলদীপের (Kuldeep Yadav) ঘটনা সামনে আসতেই এই দুইজন ক্রিকেটারের বন্ধুত্ব নিয়ে একটি ভিডিও সামনে এনেছে কলকাতা নাইট রাইডার্স। দুজনেই উত্তর প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করেন এবং জাতীয় দলেও এক সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাই রিঙ্কু এবং কুলদীপের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ফলে থাপ্পড় মারার ঘটনাটিকে অন্যভাবে না দেখাই ভালো বলে মনে করছেন দুই ক্রিকেটারের কাছের মানুষজন।

দেখুন সেই ভিডিও-

https://vxtwitter.com/KKRiders/status/1917466816764604730

আশা জাগিয়ে রাখলো কলকাতা-

IPL 2025: মাঠের মধ্যেই রিঙ্কুকে সপাটে চড় কুলদীপের, ভাইরাল ভিডিওয়ে ফিরে এলো হরভজন-শ্রীশান্তের স্মৃতি !! 3
Kuldeep Yadav and Rinku Singh | Image: Getty Images

দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ১৪ রানে জয় ছিনিয়ে নিয়েছে। ম্যাচে সুনীল নারিন (Sunil Narine) বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি একাই ব্যাট হাতে ২৭ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর ফলে বর্তমানে নাইট বাহিনী ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার কারণে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। বাকি ৪ ম্যাচে জয় তুলে নিতে পারলেই আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল সহজেই প্লে অফে নিজদের জায়গা পাকা করে নেবে। তবে সামনে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং রাজস্থান রয়্যালসের (RR) মতো শক্তিশালী প্রতিপক্ষ। ফলে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে হলে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে নাইট বাহিনীদের।

Read Also: IPL 2025: চোট পেয়ে মাঠ ছাড়লেন রাহানে, মাথাব্যথা বাড়লো নাইট রাইডার্স শিবিরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *