ইংল্যান্ডের মাটিতে ভারতীয় (IND vs ENG) দলের জন্য অগ্নিপরীক্ষা। চলতি টেস্ট সিরিজে জয় তুলে নিয়ে কামব্যাক করতে চাইছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। প্রথম ম্যাচে হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর বুধবার থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচে এজবাস্টনে মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এখনও ভক্তদের মনে আশার আলো জাগিয়ে রেখেছেন। তবে প্রথম ম্যাচে বোলিং আক্রমণের ব্যর্থতা তাকে এখনও চিন্তায় রেখেছে। অন্যদিকে অনেকেই মনে করেছিলেন দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে সম্ভবত কুলদীপ যাদব (Kuldeep Yadav) জায়গা করে নেবেন। কিন্তু আবারও এই তারকা স্পিনারকে মাঠের বাইরে রাখলেন গিল (Shubman Gill)।
Read More: IND vs ENG: এজবাস্টনের আকাশে কালো মেঘের ভ্রুকুটি, দ্বিতীয় টেস্টে অসুর হয়ে দাঁড়াবে বৃষ্টি !!
ক্যারিয়ার শেষ কুলদীপের-

গত বছর ডিসেম্বরে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এরপর ভারতীয় টেস্ট দলের স্পিন আক্রমণকে শক্তিশালী করতে ইংল্যান্ড (IND vs ENG) সফরে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) বেছে নিয়েছেন। ইংল্যান্ডের পরিস্থিতিতে রিস্ট স্পিনাররা বিশেষ সুবিধা পাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুভমান গিল (Shubman Gill) কুলদীপকে একাদশে বেছে নেননি। এই ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণ সমালোচনার মুখে পড়ে।
ফলে দ্বিতীয় ম্যাচে এই তারকা স্পিনারের একাদশে আসার সম্ভাবনা তৈরি হয়। এই বিষয়ে মহম্মদ কাইফ (Mohammad Kaif) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি তীব্র আক্রমণ করে লেখেন, “কুলদীপ যাদব (Kuldeep Yadav) যদি দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে না থাকেন তাহলে সেটা অন্যায় হবে। ৮ বছরে তিনি মাত্র ১৩ টি টেস্ট খেলেছেন। রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) কারণে কুলদীপকে মাঠের বাইরে রাখা হয়েছিল। এখন আপনি কোন উপযুক্ত কারণে একাদশ থেকে বাদ দিতে চাইছেন?” এরপরেও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ একাদশে জায়গা পেলেন না কুলদীপ (Kuldeep Yadav)। ফলে অনেকে মনে করছেন শুভমান গিলের (Shubman Gill) সিদ্ধান্তের জন্য এই তারকা স্পিনারের ক্যারিয়ার শেষের দিকে চলে যেতে পারে।
বুমরাহকে ছাড়া মাঠে নামলো দল-

অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তারপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর বর্তমানে ধীরে ধীরে বল হাতে ছন্দে ফিরছেন এই তারকা পেসার। ফলে এখনই তার ওপর কাজের চাপ বাড়াতে চাইছে না বিসিসিআই (BCCI)। কিন্তু জসপ্রীতের (Jasprit Bumrah) ওপর দলের পারফর্মেন্স অনেকটাই নির্ভর করে। তবুও এই তারকা পেসারকে ফিট রাখার জন্য প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী বাকি ৩ ম্যাচের মধ্যে দুই ম্যাচে মাঠে নামবেন জসপ্রীত (Jasprit Bumrah)।
অন্যদিকে এই তারকা পেসারের বদলে একাদশে জায়গা করে নিলেন আকাশ দীপ (Akash Deep)। তিনি এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৭ টি টেস্ট ম্যাচে মোট ১৫ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও পেস আক্রমণকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) সাই সুদর্শন এবং শার্দুল ঠাকুরের পরিবর্তে একাদশে এসেছেন।