আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের বিপর্যয় বর্তমানে ক্রিকেট ভক্তদের চিন্তার মধ্যে রেখেছে। চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের লাল বলের সিরিজেও এখনও মাথা তুলে দাঁড়াতে পারিনি ব্লু ব্রিগেডরা। ইতিমধ্যেই এই সিরিজের জয়ের আশা শেষ করেছে শুভমান গিলের (Shubman Gill) দল। শেষ ম্যাচে জয় তুলে নিতে না পারলে বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে সিরিজ হারতে হবে ভারতীয় দলকে। ফলে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে চাপের মুখে পড়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পঞ্চম টেস্টে ভারতীয় একাদশে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছেন।
Read More: IND vs ENG: ম্যাঞ্চেস্টার ব্যর্থতার পর একাদশে রদবদল কোচ গম্ভীরের, ওভালে অভিষেক আর্শদীপ-অভিমন্যুর !!
ব্যর্থ ভারতীয় দল-

একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়ে শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পৌঁছাতে পারেনি ভারতীয় দল। ফলে চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নতুন করে দল সাজিয়েছে বিসিসিআই (BCCI)। নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) দলে নিয়ে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এছাড়াও সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ তারকার সঙ্গে সঙ্গে দলে জায়গা দিয়েছেন করুন নায়ারের (Karun Nair) মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে। কিন্তু এই পরিবর্তন ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি।
ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে হেডিংলেতে প্রথম টেস্টে ৫ উইকেটে হারের সম্মুখীন হয় ভারতীয় দল। এরপর দ্বিতীয় টেস্টে এজবাস্টনে বিধ্বংসী লড়াই চালান অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। তার দুরন্ত ব্যাটিংয়ে হাত ধরে ব্লু ব্রিগেডরা ৩৩৬ রানে বিশাল জয় নিশ্চিত করে। কিন্তু তৃতীয় টেস্টে লর্ডসে আবার বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে পরাজিত হয় ভারত। চতুর্থ টেস্টেও হতাশ করেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। বোলিং ব্যর্থতা দলকে অনেকটাই পিছনে ঠেলে দিয়েছে। ফলে ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হওয়ার পর বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত।
একাদশে আসছেন কুলদীপ যাদব-

অন্যতম সফল স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজের একটিও ম্যাচে একাদশে জায়গা দেওয়া হয়নি। দলের ভারসাম্য বজায় রাখতে কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সহ ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) মতো স্পিনার বল হাতে যথেষ্ট সফল হয়েছেন। তারা দুজনে মিলে প্রথম ইনিংসে মোট ৬ টি উইকেট সংগ্রহ করে নেন। এরপরই কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) একাদশে না রাখার বিরুদ্ধে সরব হয়েছেন ক্রিকেট ভক্তরা।
গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের ক্রিকেটার নয় বলেই তাকে একাদশে নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলছেন অনেকেই। অন্যদিকে ৩১ জুলাই থেকে লন্ডনের ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের (IND vs ENG) পঞ্চম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে এবার ভারতীয় একাদশে সুযোগ পেতে চলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ইংল্যান্ডের বিপক্ষে এবার তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা স্পিনার দেশের হয়ে ১৩ টি টেস্টে মোট ৫৬ টি উইকেট সংগ্রহ করেছেন।