টিম ইন্ডিয়ার এই নতুন পূজারার উত্থান, ব্যর্থতার মধ্যেও আশার আলো দেখছেন গম্ভীর !! 1

ভারতীয় দল‌ ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে ছিল। কিন্তু বর্তমানে চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলে সিরিজে রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে ব্লু ব্রিগেডরা (India vs South Africa Test Series)। এই সিরিজের প্রথম ম্যাচেই শুভমান গিলরা (Shubman Gill) ইডেন গার্ডেন্সে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে ঋষভ পান্থের (Rishabh Pant) নেতৃত্বেও ছবিটা এক‌ইরকম লক্ষ্য করা যাচ্ছে। প্রথম ইনিংসেই ভারতীয় ব্যাটিং অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো আত্মসমর্পণ করেন তারকারা। এইরকম সময় দলের হাল রীতিমতো চমক দিলেন দলের নতুন পূজারা (Cheteshwar Pujara)।

Read More: “যেন সার্কাস চলেছে..”, ভারতের ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে গম্ভীরকে আক্রমণ করলেন রবি শাস্ত্রী !!

ভারতের ব্যাটিং বিপর্যয়-

টিম ইন্ডিয়ার এই নতুন পূজারার উত্থান, ব্যর্থতার মধ্যেও আশার আলো দেখছেন গম্ভীর !! 2
IND vs SA | Image: Getty Images

 

আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দল মাঠে নেমেছে। ম্যাচের প্রথম ইনিংসে ৪৮৯ রানের বিশাল পাহাড় গড়ে প্রোটিয়ারা। এই রান তাড়া করতে নেমে ওপেনার হিসেবে ভরসা দেওয়ার চেষ্টা করেন কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দু’জনে মিলে ১২৯ বলে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন। রাহুল ২২ রানে আউট হয়ে গেলেও ৯৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন যশস্বী। তবে এরপর আর টপ অর্ডারের কেউ ভরসা দিতে পারেননি।

সাই সুদর্শন (Sai Sudarshan) ১৫ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। ধ্রুব জুরেল (Dhruv Jurel) খাতা খুলতেই ব্যর্থ হন। এইরকম পরিস্থিতিতে ভরসা দিতে মাঠে নামেন অধিনায়ক ঋষভ পান্থ‌ (Rishabh Pant)। তার ব্যাট থেকে মাত্র ৭ রান আসে। এরপর রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৬ রানে এবং নীতিশ কুমার রেড্ডি ১০ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলে ভারতীয় দল কোণঠাসা হয়ে যায়। ব্লু ব্রিগেডরা এক সময় মাত্র ১২২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল।

পূজারা হয়ে উঠলেন এই তারকা-

টিম ইন্ডিয়ার এই নতুন পূজারার উত্থান, ব্যর্থতার মধ্যেও আশার আলো দেখছেন গম্ভীর !! 3
IND vs SA | Image: Getty Images

চেতেশ্বর পূজারা ভারতীয় টেস্ট ক্রিকেটে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। গুরুত্বপূর্ণ সময় মাঠে দাঁড়িয়ে থেকে দলকে আত্মবিশ্বাস জুগিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে এই কাজটি করেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি নবম স্থানে ব্যাটিং করতে নেমে দেওয়াল হয়ে দাঁড়ান। ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। তাদের ব্যাট থেকে আসে ২০৮ বলে ৭২ রান। তবে উল্লেখযোগ্য বিষয় হল কুলদীপ মাত্র ১৯ রান সংগ্রহ করলেও ১২৩ টি বল খেলে বিপক্ষ দলের বোলারদের চাপে ফেলেন।

গুয়াহাটির মাঠে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি সবচেয়ে বেশি বল খেলার বিষয়ে নজির স্থাপন করেছেন। অন্যদিকে ওয়াশিংটনের ব্যাট থেকে আসে ৯২ বলে ৪৮ রান‌। এর ফলে ভারত প্রথম ইনিংসে ২০১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে ডিক্লেয়ার ঘোষণা করে। এই রান তাড়া করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল আবার‌ও সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পঞ্চম দিনে ভারতীয় দলকে এখন ৫২২ রান তাড়া করে জয় ছিনিয়ে নিতে হবে যা এই পিচে অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করার জন্য দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদবকে টপ অর্ডারে তুলে আনা। আজ তিনি চতুর্থ স্থানে ব্যাটিং করতে আসেন। ফলে বলাই যায় আশার আলো দেখছেন গৌতম গম্ভীর।

Read Also: KKR’এ এন্ট্রি নিলেন পৃথ্বী শ, আগামী আইপিএলে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *