এশিয়া কাপের আগেই বাদ কুলদীপ ও আর্শদীপ, চিন্তায় ক্রিকেট ভক্তরা !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) মতো টুর্নামেন্টে ক্রিকেটের ঐতিহ্যকে দীর্ঘদিন ধরে তারকা ক্রিকেটাররা এগিয়ে নিয়ে চলেছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) সামনে রেখে আসন্ন এই টুর্নামেন্টে ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। যার ফলে তরুণ ক্রিকেটারদের সামনে রেখে বিসিসিআই (BCCI) ১৫ সদস্যের একটি স্কোয়াড গঠন করেছে। তবে এই দলে বেশ কিছু অভিজ্ঞ তারকাদের উপস্থিতি একাদশের ভারসাম্যকে বজায় রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই এবার দুজন তারকা ক্রিকেটার দল থেকে বাদ পড়লেন।

Read More: মাথায় ধোনির হাত থাকায় এশিয়া কাপে পেয়েছেন এন্ট্রি, না হলে রঞ্জি খেলার‌ও যোগ্য নন এই তারকা !!

বাদ কুলদীপ ও আর্শদীপ-

এশিয়া কাপের আগেই বাদ কুলদীপ ও আর্শদীপ, চিন্তায় ক্রিকেট ভক্তরা !! 2
Kuldeep Yadav and Arshdeep Singh | Images: Getty Images

এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য আজ মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। এর মধ্যেই আজ থেকে শুরু হয়েছে দলীপ ট্রফির (Duleep Trophy 2025) গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। ভারতের অন্যতম তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) এই টুর্নামেন্টে মধ্যাঞ্চলের হয়ে অংশগ্রহণ করছিলেন। তবে কোয়ার্টার ফাইনালে তিনি একটি‌ও উইকেট সংগ্রহ করতে পারেননি। এবার এশিয়া কাপের জন্য তিনি দিলীপ ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই তারকাকে ছাড়াই সেমিফাইনালে নেমেছে মধ্যাঞ্চল।

অন্যদিকে ভারতের অন্যতম তারকা পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh) এই বছর দলীপ ট্রফিতে (Duleep Trophy 2025) উত্তরাঞ্চলের হয়ে মাঠে নেমেছিলেন। কোয়ার্টারে ফাইনালে ১৭ ওভারে ৫১ রান খরচ করে ১ টি উইকেট সংগ্রহ করেছিলেন তিনি। তবে এশিয়া কাপের দায়িত্ব থাকায় এই তারকা ক্রিকেটার‌ও চলতি দলীপ ট্রফির সেমিফাইনালে মাঠে নামেননি। বাকি টুর্নামেন্টেও তাকে দলের সঙ্গে আর দেখতে পাওয়া যাবে না।

একাদশে একাধিক বদল-

এশিয়া কাপের আগেই বাদ কুলদীপ ও আর্শদীপ, চিন্তায় ক্রিকেট ভক্তরা !! 3
India Cricket Team | Images: Getty Images

আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য প্রকাশিত ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে উল্লেখযোগ্য বিষয় হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) আবারও ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হয়েছে। তিনি সহ অধিনায়ক হওয়ায় একাদশে তার জায়গা নিশ্চিত। এই তারকা ব্যাটসম্যানকে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনিং করতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সঞ্জু স্যামসন‌ও (Sanju Samson) ব্যাট হাতে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন।

ফলে শক্তিশালী একাদশ গঠন করার বিষয় নিয়ে অনেকটাই চিন্তার মধ্যে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) সাম্প্রতিক সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দুরন্ত ফর্মে ছিলেন। ৩ ম্যাচে সংগ্রহ করেছিল ৯ টি উইকেট। ফলে এবার আসন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও এই তারকাকে জ্বলে উঠে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এর সঙ্গেই পেস আক্রমণের নেতৃত্বে থাকতে চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

Read Also: প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ লিগ খেলতে চলেছেন এই তারকা, গড়তে চলেছেন নতুন কীর্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *