ইংল্যান্ডের বিপক্ষে ভারতের (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জমজমাট হয়ে উঠেছে ক্রিকেটের লড়াই। বুধবার এই সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ধারাবাহিকভাবে চলতি সিরিজে টসে হারলেও জয় তুলে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী শুভমান গিল (Shubman Gill)। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সমস্যা ভারতীয় শিবিরকে চিন্তার মধ্যে রেখেছিল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh) ও নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ফলে ম্যাঞ্চেস্টারে ভারতীয় একাদশে একাধিক পরিবর্তন ঘটেছে। তবে এই তারকা ক্রিকেটারের একাদশে ফিরে আসার কথা ছিল কিন্তু আবারও তাকে হতে হলো বঞ্চনার শিকার।
Read More: অর্জুন-বৈভবের অভিষেক, আফগানিস্তানের বিপক্ষে অপেক্ষাকৃত দুর্বল ODI দল প্রকাশ করলো BCCI !!
বঞ্চনার শিকার কুলদীপ-

গত বছর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ভারতের (IND vs NZ) হয়ে টেস্ট ম্যাচে মাঠে নেমে ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সাম্প্রতিক সময় রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর মনে করা হয়েছিল কুলদীপ যাদব (Kuldeep Yadav) ভারতীয় টেস্ট একাদশে ধারাবাহিকভাবে জায়গা পেতে পারেন। কিন্তু ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত এই তারকা স্পিনারকে একাদশে সুযোগ দেওয়া হয়নি।
কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড রয়েছে। ইংলিশ বাহিনীদের বিপক্ষে তিনি ছটি টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ২১টি উইকেট সংগ্রহ করেছেন। ফলে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের আগে আকাশ দীপের (Akash Deep) চোটের খবর সামনে আসায় কুলদীপ যাদব একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডেও এই তারকা স্পিনারের ভাগ্য বদলালো না। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সিদ্ধান্তের কারণেই বারবার কুলদীপ যাদব (Kuldeep Yadav) বঞ্চিত হচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
অভিষেক করলেন অনশুল কম্বোজ-

আর্শদীপ সিং (Arshdeep Singh) চোটের কারণে চলতি সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর ভারতীয় দলে অনশুল কম্বোজকে (Anshul Kamboj) আনেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে নজর কেড়েছেন এই তরুণ পেসার। আজ ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চতুর্থ টেস্টে দেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামলেন অনশুল (Anshul Kamboj)। উল্লেখ্য ১৯৯০ সালে কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে (Anil Kumble) ভারতের হয়ে ম্যাঞ্চেস্টারে টেস্ট দলে শেষবার অভিষেক করেছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হলো অনিল কুম্বলে এবং অনশুল কাম্বোজের দুজনেরই প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অনন্য নজির রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে করুন নায়ারের (Karun Nair) বদলে সাই সুদর্শন (Sai Sudarshan) জায়গা পেয়েছেন। সাই সুদর্শন এই বছর আইপিএলের (IPL 2025) বিধ্বংসী ব্যাটিং করার পর চলতি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন। অন্যদিকে শার্দুল ঠাকুরও (Shardul Thakur) আবার ভারতীয় একাদশে ফিরে এসেছেন।