ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে ভারতীয় (IND vs ENG) দল ২-১ ব্যবধানে পিছিয়ে আছে। ফলে ম্যাঞ্চেস্টারে চলতি চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে লড়াইয়ে ফিরে আসতে চাইছে ব্লু ব্রিগেডরা। কিন্তু চোট সমস্যা তাদের পিছু ছাড়ছে না। লর্ডসে হতাশাজনক পরাজয়ের পর ভারতীয় দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। এবার চতুর্থ টেস্টের প্রথম দিনেই ঋষভ পান্থের (Rishabh Pant) চোট চিন্তা বাড়িয়েছে কর্মকর্তাদের। সম্ভবত তিনি ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের বাইরে চলে যেতে চলেছেন। তার বদলে এই অভিজ্ঞ তারকা পাচ্ছেন সুযোগ।
Read More: ম্যানচেস্টারে শুভ সূচনা ভারতের, দুরন্ত ব্যাটিং করলেন যশস্বী-সুদর্শন !!
গুরুতর চোট পান্থের-

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ভারতীয় ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি এখনও পর্যন্ত এই সিরিজে ৭ ইনিংসে মোট ৪৬২ রান সংগ্রহ করেছেন। কিন্তু চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গুরুতর চোট পেলেন পান্থ (Rishabh Pant)। অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) মাত্র ১২ রানে আউট হয়ে ব্যর্থ হওয়ার পর ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ভারতের সহ অধিনায়ক। এইরকম সময় ক্রিস ওকসের (Chris Woakes) করা বলে রিভার্স-সুইপ মারার চেষ্টা করতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ হন তিনি।
বলটি দ্রুত গতিতে সরাসরি তার ডান পায়ে এসে আঘাত করে। মাঠের মধ্যে যন্ত্রণায় কুঁকড়ে যান ঋষভ পান্থ (Rishabh Pant)। পা দিয়ে তার রক্ত ঝরতে পর্যন্ত দেখা যায়। এইরকম পরিস্থিতিতে এই তারকা ব্যাটসম্যানকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে পাঠানো হয়। অন্যদিকে দিনের শেষে ইংলিশ তারকা লিয়াম ডাওসনের (Liam Dawson) মন্তব্যে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ঋষভ পান্থের কথা ভাবছি। কিন্তু মনে হয় না আর তাকে বাকি ম্যাচে অংশগ্রহণ করতে দেখবো।”
দলে আসছেন কেএস ভারত-

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে করা হচ্ছে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজে আর মাঠে নামতে পারবেন না ঋষভ পান্থ (Rishabh Pant)। এর ফলে সূত্র অনুযায়ী ভারতীয় দলে কেএস ভরতকে (KS Bharat) নিয়ে আসা হচ্ছে। তিনি উইকেটকিপার এবং ব্যাটসম্যান হিসেবে পান্থের পরিবর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
উল্লেখ্য দেশের হয়ে এখনও পর্যন্ত কেএস ভরত (KS Bharat) ৭ টি টেস্ট ম্যাচে মোট ২২১ রান সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১০৫ ম্যাচে ৫৬৮৬ রান আছে। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম দিনের শেষে বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করেছে ব্লু ব্রিগেডরা। বর্তমানে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং শার্দুল ঠাকুর (Shardul Thakur) যথাক্রমে দুজনেই ১৯ রানে অপরাজিত আছেন।