Krunal pandya will be the x factor for team india in asia-cup-2023

Asia Cup 2023: একের পর এক পরাজয় টিম ইন্ডিয়াকে নাস্তাবাবুদ করে দিচ্ছ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে অস্ট্রেলার কাছে পরাজিত হওয়ার পর ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ জয়। তবে এর পরে ভারতীয় দলের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে এশিয়া কাপ কারণে এশিয়া কাপ কে নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। আসলে, বিগত ৮-৯ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা , ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। তবে, পাকিস্তান ও জয় দুজনেরই জেদ বজায় থাকলো। পাকিস্তানে এশিয়া কাপের ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ও বাঁকি ৯ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আর শ্রীলঙ্কাতে ভারতকে তাদের ম্যাচগুলি খেলতে হবে। এজন্য টিম ইন্ডিয়ায় আবার প্রত্যাবর্তন হবে দলের সুযোগ পেতে চলেছেন এমন এক প্লেয়ার যিনি ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়েই পরাস্ত করবেন বাঁকি দলকে।

Read More: “ওর জন্যই ২০১৯ বিশ্বকাপ হেরেছে ভারত…”, মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ফের বিষ ওগড়ালেন যোগরাজ সিং !!

দলে সুযোগ পাবেন এই অলরাউন্ডার

Indian Team, asia cup 2023
Indian Team | Image: Getty Images

এশিয়া কাপে পাকিস্তানের সামনেই টিম ইন্ডিয়া চালছে দুর্দান্ত চাল। বর্ষীয়ান অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দাদা ক্রুনাল পান্ডিয়াকে (Krunal Pandya) দলে করবে সামিল। যিনি এ বছর আইপিএলে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন। ব্যাট হাতে ১৮.৮০ গড়ে ১১৩.৯৪ স্ট্রাইক রেটে বজায় রেখেছিলেন। যদিও তার এই পারফরমেন্সও স্ট্রাইক রেট দেখে মনে হতে পারে যে তিনি অনেক সময় নিয়ে খেলেছেন ও বল নষ্ট করেছেন। তবে এমনটা নয় আসলে লখনৌয়ের বেশিরভাগ ম্যাচ খেলতে হয়েছিল ধীর গতির উইকেটে। যেখানে ব্যাটিং করা অতটাও সহজ নয় সে কারণে প্রয়োজন মতোই ব্যাটিং করেছেন তিনি। পাশাপাশি বল হাতেও বেশ দুর্দান্ত ছিলেন তিনি। তিনি ৯ টি উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ৭.৪৫। যেহেতু শ্রীলঙ্কাতে ভারতকে তাদের ম্যাচগুলি খেলতে হবে সে কারণে শ্রীলংকার উইকেটে ঘূর্ণি দেখা যাবে। এবং সেখানে ব্যাটিং করা অতটা সহজ হবে না আর এই ধরনের পিচে ব্যাটিং ও বোলিং করা অভ্যেস আছে ক্রুনালের। এমনকি শিখর ধাওয়ানের নেতৃত্বে ২০২১ সালে ভারতীয় দল শ্রীলঙ্কায় সফরে এসেছিল সে সময় কোনাল পান্ডিয়া বেশ দুরন্ত পারফরমেন্সও দেখিয়েছিলেন।

ক্রুনালের ক্রিকেট ক্যারিয়ার

Krunal Pandya , asia cup 2023
Krunal Pandya | Image: Getty Images

ভারতীয় দলের হয়েও আগে প্রতিনিধিত্ব করে ফেলেছিলেন ক্রুনাল এবং ভারতীয় দলের হয়েও তিনি বেশ ভালো পারফরম্যান্স করেছেন তিনি। দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে ৬৫ গড়ে ও ১০১.৫৬ স্ট্রাইক রেটে ১৩০ রান করেছেন , যার মধ্যে একটি অর্ধশতরান হাকিয়ে ফেলেছিলেন তিনি। অন্যদিকে বল হাতে তিনি ওই পাঁচ ম্যাচে নিয়েছেন ২ উইকেট ও তার ইকোনমি রেট ছিল ৫.৮৭। এর থেকে বোঝা যেতে পারে তিনি ব্যাট এবং বল হাতে বেশ পরিপক্ক। পাশাপাশি তিনি ১৯  টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তিনি ১৫ টি উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ৮.১১। ব্যাট হাতে ১৩০.৫৩ স্ট্রাইক রেট ও ২৪.৮ গড়ে ১২৪ রান বানিয়েছিলেন ক্রুনাল। এশিয়া কাপে তিনি হতে চলেছেন রোহিত শর্মার ট্রাম্প কার্ড।

Read Also: ঋষভ পন্থকে টপকে গেলেন উর্ভশী রাউতেলা, প্রতি মিনিটেই করছেন কোটি টাকা আয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *