ইংল্যান্ডে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর ভারতীয় দলের নজর সামনের এশিয়া কাপের (Asia Cup 2025) দিকে। এশিয়া কাপের জন্য নির্বাচিত হওয়া স্কোয়াডের কাছে সুযোগ থাকবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে সাদা বলের কোনো সিরিজ খেলতে দেখা যায়নি। এমনকি, এশিয়া কাপের আগেও ভারতকে কোনো ম্যাচে খেলতে দেখতে পাওয়া যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে খেলার কথা ছিল সেটি ভারতীয় দল না খেলার সিদ্ধান্ত নিয়েছে।
এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া

তবে আসন্ন এশিয়া কাপকে নজরে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের দাবি, যেহেতু ভারতীয় দল সাদা বলের কোনো সিরিজ দীর্ঘদিন ধরে খেলেনি সে কারণে এবার এশিয়া কাপের দলে আইপিএলের মঞ্চে নজর কারা কয়েকজন খেলোয়াড়কে সুযোগ পেতে দেখা যাবে। ভারতীয় দলে আবার এন্ট্রি নিতে চলেছেন হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। আইপিএলের মঞ্চে এবার দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন ক্রুনাল। প্রথম ম্যাচেই সেরা হয়েছিলেন ক্রুনাল, এমনকি মেগা ফাইনালেও সেরা হয়েছিলেন ক্রুনালই। তাঁর এই রুদ্ধশ্বাস প্রদর্শন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
Read More: “বলে ভেসলিন লাগিয়ে…” ‘আজব’ দাবী পাক প্রাক্তনীর, ওভালে ভারতের জয় নিয়ে তুললেন প্রশ্ন !!
ক্রুনাল পান্ডিয়া নিচ্ছেন দলে এন্ট্রি

এবারের আইপিএলে মেগা ফাইনালে তার দুর্দান্ত বোলিং প্রদর্শনের জেরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল প্রথম বারের মতো আইপিএল শিরোপা জয়লাভ করতে সম্ভব হয়েছিল। ক্রুনালের দুর্দান্ত প্রদর্শনের জেরে এবার ভারতীয় দলে আবার এন্ট্রি হতে চলেছে তার। ৩৪ বছর বয়সী ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার ক্রুনালকে খেলতে দেখা গিয়েছিল। ভারতের হয়ে ১৯টি টি-টোয়েন্টি ও ৫টি ওডিআই ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে ক্রুনাল মোট ২৫৪ রান বানিয়েছেন এবং ১৭টি উইকেট পেয়েছেন। এশিয়া কাপ আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। যে কারণে, সেখানে ধীরগতির পিচ লক্ষ করা যাবে। তাই, ক্রুনালকে বেছে নিয়েছে নির্বাচকরা। কারণ এবারের আইপিএলে ব্যাট ও বল হাতে ক্রুনাল বেশ ভালো প্রদর্শন দেখিয়েছিলেন। এবারের আইপিএলে ১২৬.৭৪ স্ট্রাইক রেটে ১০৯ রান বানিয়েছেন এবং ১৭টি উইকেট নিয়েছেন। ক্রুনাল দলের হয়ে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করার পাশাপশি তাঁর চার ওভার বোলিং গুরুত্বপূর্ণ হতে চলেছে।আগস্টের তৃতীয় সপ্তাহে স্কোয়াড প্রকাশ্যে আনতে পারে বিসিসিআই।