মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলে অধিনায়কের ভূমিকায় এবার করুণ নায়ার৷ চার দিনের দুটি আনঅফিসিয়াল টেস্টে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন এই কর্নাটকি ব্যাটসম্যান৷ এই দলে বাংলা থেকে সুযোগ পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায়৷ সুযোগ পেয়ে সুদীপ বলে দেন, “এটা অামার কাছে বিরাট একটা সুযোগ। সেই সুযোগকে অামি কাজে লাগাতে চাই। দক্ষিণ অাফ্রিকা যাওয়ার অাগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাই। দাদির দক্ষিণ অাফ্রিকা সফরের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সেটা কাজে লাগাতে চাই।”

এখানে দেখুনঃ মিনি আইপিএল হচ্ছেই, দেখে নিন কোন দেশের মাটিতে গড়াবে এই টুর্নামেন্ট..
এর সঙ্গে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় লিস্ট ‘এ’ সিরিজে ভারতীয় ‘এ’ দলের দায়িত্ব থাকছে মনীশ পাণ্ডের কাঁধে৷ চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান৷ চোট সারিয়ে ফিরে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি৷ বৃহস্পতিবারই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় ‘এ’ দল ঘোষণা করে বিসিসিআই৷ এই সিরিজে ভাল কিছু করে দেখাতে মরিয়া জুনিয়র খেলোয়াড়রা।

আইপিএল-এর পারফরম্যান্সের ভিত্তিতে লিস্ট ‘এ’ দলে জায়গা পেলেন ক্রনাল পান্ডিয়া, বাসিল থাম্পি, মহম্মদ সিরাজ ও সিদ্ধার্থ কউল৷

আবার চারদিনের টেস্ট দলে সুযোগ পেলেন অভিনব মুকুন্দ ও প্রিয়াঙ্ক পাঞ্চাল৷ আগামী ২৬শে জুলাই থেকে ভারতীয় ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে৷
আরোও দেখুনঃ স্মিথ-ওয়ার্নারদের হুমকি দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, চুক্তিতে সই না করলে নির্বাসনের মুখে পড়তে হবে!
ত্রিদেশীয় লিস্ট ‘এ’ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় ‘এ’ দলঃ মনীশ পাণ্ডে (অধিনায়ক), মনদীপ সিং, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, দীপক হুডা, করুন নায়ার, ক্রনাল পান্ডিয়া, রিষভ পান্থ (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অক্ষর প্যাটেল, য়ুযবেন্দ্র চাহাল, জয়ন্ত যাদব, বাসিল থাম্পি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং সিদ্ধার্থ কউল।

দু-ম্যাচের আনঅফিসিয়াল টেস্টের জন্য ঘোষিত ভারতীয় ‘এ’ দলঃ করুন নায়ার (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্চাল, অভিনব মুকুন্দ, শ্রেয়াস আইয়ার, অঙ্কিত বাওনে, সুদিপ চ্যাটার্জি, হানুমা বিহারি, জয়ন্ত যাদব, শাহবাজ নাদীম, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, অনিকেত চৌধুরি এবং অঙ্কিত রাজপুত।