এশিয়া কাপে ৪ বছর ভারতীয় দলের বাইরে থাকা এই তারকাই সামলাবেন সহ অধিনায়কের দায়িত্ব !! 1

আইপিএলের (IPL 2025) মঞ্চে জনপ্রিয়তা লাভ করে বহু ক্রিকেটার জাতীয় দলের হয়ে নিজেদের অবদান রেখেছেন। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মতো ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকেই প্রথমে নিজেদের পরিচয় তৈরি করেছিলেন। ফলে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল বাছাইয়ের ক্ষেত্রে এই বছর আইপিএলের পারফর্মেন্সকে গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিশেষ করে গুরুত্ব দিতে চাইছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এশিয়া কাপ ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসন্ন এই টুর্নামেন্টে ব্লু ব্রিগেডদের সহ অধিনায়ক পদে এমন একজন তারকা আসতে চলেছেন যিনি ৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন।

Read More: TOP 5: বোন’কে বিয়ে করেছেন এই পাঁচ ক্রিকেটার, আফ্রিদি থেকে মুস্তাফিজুর-তালিকায় একঝাঁক তারকা !!

দলে আসছেন এই তারকা-

এশিয়া কাপে ৪ বছর ভারতীয় দলের বাইরে থাকা এই তারকাই সামলাবেন সহ অধিনায়কের দায়িত্ব !! 2
Krunal Pandya | Images: Getty Images

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। অবশেষে ৯ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে। বহু চর্চিত ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তার আগেই এবার সূত্র অনুযায়ী ভারতীয় দলে কামব্যাক করতে চলেছেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দাদা ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। আসন্ন এশিয়া কাপে তিনি অলরাউন্ডার হিসেবে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। এই বছর আইপিএলে (IPL 2025) দুরন্ত ফর্মে থাকার পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নজরে রয়েছেন এই তারকা।

এই বছর আইপিএলের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্রুনাল (Krunal Pandya)। হার্দিক পান্ডিয়ার দাদা ১৫ ম্যাচে ১০৯ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলেন ১৭ টি উইকেট।দলকে জয় এনে দেওয়ার জন্য বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই মরিয়া লড়াই করেছিলেন তিনি। ফলে দীর্ঘদিনের আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে চাইছেন ভারতীয় দলের প্রধান কোচ। অক্ষর প্যাটেলের (Axar Patel) বদলে ভারতীয় একাদশে‌ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পেতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সহ অধিনায়ক ক্রুনাল-

এশিয়া কাপে ৪ বছর ভারতীয় দলের বাইরে থাকা এই তারকাই সামলাবেন সহ অধিনায়কের দায়িত্ব !! 3
Krunal Pandya | Images: Getty Images

ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছিলেন। তিনি দেশের জার্সিতে ২০২১ সালের জুলাই মাসে শেষবার মাঠে নামেন। এবার ৪ বছর পর তার আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করার পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দাদা জাতীয় দলের হয়ে ৫ টি ওডিআই ম্যাচ সহ ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন।

তবে এশিয়া কাপের মতো বড়ো টুর্নামেন্টে এখনও তার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। ফলে সূত্র অনুযায়ী ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya) মতো অভিজ্ঞ ক্রিকেটারকে এবার সহ অধিনায়ক হিসেবে বেছে নিতে চলেছেন নির্বাচকরা। আইপিএলের (IPL 2025) মঞ্চে লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) মতো দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করেছেন এই তারকা অলরাউন্ডার। ফলে তিনি জাতীয় দলের সহ অধিনায়ক পদে এলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: রোহিতের পর এই তারকাই দেবেন ODI দলের নেতৃত্ব, BCCI’এর সিদ্ধান্ত এলো প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *