খেলার বাইরে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তরা উৎসাহ প্রকাশ করে থাকেন। বিশেষ করে তাদের সঙ্গে প্রেমিকা বা স্ত্রীদের সম্পর্ক নিয়ে বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি দীর্ঘদিন আলাদা থাকার পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী বর্মা (Dhanashree Verma)। এই তারকা জুটির বিচ্ছেদ নিয়েও নেটিজেনরা নানারকম মন্তব্য করছেন। এবার কেআরকে (KRK) অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক চাহাল এবং ধনশ্রীর বিচ্ছেদের পিছনে আসল কারণ ব্যাখ্যা করলেন।
চাহাল এবং ধনশ্রীর বিচ্ছেদের পিছনে আসল কারণ-

সম্প্রতি কেআরকে একটি ভিডিও পোস্ট করে চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর (Dhanashree Verma) বিচ্ছেদের বিষয়ে একাধিক মন্তব্য করেন। তার কথাতে এই ডিভোর্সের পিছনে আসাল কারণটিও উঠে এসেছে। কেআরকে নিজের ভিডিওতে বলেছেন যখন এই জনপ্রিয় জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখনই তিনি যুজবেন্দ্রকে জানিয়েছিলেন তাদের বিচ্ছেদ হবে। জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক বলেন চাহালের শারীরিক গঠন পাতলা এবং দেখে দুর্বল মনে হয়। অন্যদিকে ধনশ্রী (Dhanashree Verma) সুন্দরী এবং একজন আকর্ষণীয় অভিনেত্রী। ফলে কেআরকে প্রশ্ন করেছেন কেন ধনশ্রী চাহালের সঙ্গে থাকবেন? এছাড়াও তিনি বলেছেন সম্প্রতি ধনশ্রীর একটি গান প্রকাশ পেয়েছে সেখানে তাকে গিপ্পি গ্ৰেওয়ালের (Gippy Grewal) সঙ্গে দেখা গেছে। ফলে যখন সুন্দরী ধনশ্রী এতো ভালো ভালো প্রস্তাব পাচ্ছেন কেন তিনি চাহালের মতো মানুষের সাথে থাকবেন বলে প্রশ্ন তুলেছেন কেআরকে।
চাহাল এবং ধনশ্রীর বিবাহ কবে হয়েছিল?

ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং অভিনেত্রী ধনশ্রী (Dhanashree Verma) ২০২০ সালের ২২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সাক্ষাৎ ২০২০ সালের লকডাউনের সময় হয়েছিল। তারকা স্পিনার সোশ্যাল মিডিয়ায় ধনশ্রীর নাচ দেখে শেখার জন্য যোগাযোগ করেছিলেন। তারপরেই তারা একে অপরের কাছে আসেন এবং বিবাহের সিদ্ধান্ত নেন।
ডিভোর্সের পথে কেন এগিয়েছেন চাহাল এবং ধনশ্রী?
চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী (Dhanashree Verma) একসঙ্গে সহমত হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান কারণ হিসেবে তারা আদালতে বলেছেন যে দুজনের সম্পর্কের মধ্যে বোঝাপড়া নেই তাই বিচ্ছেদ চাইছেন। বিবাহের পরে সম্পর্ক ভালো থাকলেও গত ১৮ মাস তারা আলাদা আছেন বলেও উল্লেখ করেন। বর্তমানে ডিভোর্সের মামলাটি বিচারাধীন অবস্থায় আছে। এর মধ্যেই চাহাল সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ উক্তি পোস্ট করেন। লেখেন, “এখন সবকিছু ঘেঁটে আছে, দয়া করে মানবিক হন।”