নিলামের পরেই অবসর ঘোষণা লখন‌উ তারকার, সুযোগ না পেয়ে ক্রিকেটকে জানালেন বিদায় !! 1

আগামী বছর আইপিএল (IPL 2026) আরও জাঁকজমকপূর্ণভাবে ক্রিকেট ভক্তদের কাছে ধরা দিতে চলেছে। তার আগেই দল গোছানোর কাজে কর্মকর্তারা নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মিনি নিলামে অসংখ্য তরুণ প্রতিভাদের তুলে এনেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই বিষয়ে কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বিশেষ নজর কাড়েন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পরেই এই লিগ অনুষ্ঠিত হবে। তবে তার আগেই এবার লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) তারকা ক্রিকেটার হঠাৎ করে অবসর ঘোষণা করে আলোচনায় উঠে এলেন।

Read More: চোট ছিল শুধু বাহানা, শুভমান গিলকে সরাসরি ছাঁটাই করল বিসিসিআই !!

অবসর নিলেন তারকা অলরাউন্ডার-

নিলামের পরেই অবসর ঘোষণা লখন‌উ তারকার, সুযোগ না পেয়ে ক্রিকেটকে জানালেন বিদায় !! 2
Krishnappa Gowtham | Image: Getty Images

ভারতের অসংখ্য ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্স করার পর আইপিএলে নিজেদের জায়গা করে নেন। তারপর জাতীয় দলেও উঠে আসার চেষ্টা করেন। অনেকেই সফলতা পান আবার অনেকেই সকলের আড়ালে অবসর নিয়ে সরে দাঁড়ান। আইপিএলে এবং ঘরোয়া ক্রিকেটের অন্যতম মুখ কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham) আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৭ বছর বয়সে ১৪ বছরের দীর্ঘ ক্রিকেট জীবনের ইতি টানলেন তিনি।

আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “আমি আপনাদের জানাচ্ছি যে প্রথম শ্রেণীর এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের হয়ে এবং কর্ণাটক রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা সত্যিই গর্বের এবং আনন্দের ছিল। আমি বারবার কামব্যাক করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি। আমি আবারও সেটা করতে পারতাম। কিন্তু আমার মনে হয় তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দেওয়া দরকার। তারাই দেশের ভবিষ্যত। আমার কাছে অন্য রাজ্যের হয়ে খেলার সুযোগ ছিল। কিন্তু আমি কোনদিন অন্য রাজ্যের হয়ে খেলার কথা ভাবিনি।”

কৃষ্ণাপ্পা গৌতমের ক্রিকেট জীবন-

নিলামের পরেই অবসর ঘোষণা লখন‌উ তারকার, সুযোগ না পেয়ে ক্রিকেটকে জানালেন বিদায় !! 3
Krishnappa Gowtham | Image: Getty Images

কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham) জাতীয় দল, ইন্ডিয়া ‘এ’, কর্ণাটক এবং আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন। অফ স্পিন করার সঙ্গে সঙ্গে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময় দলকে ভরসা দিতেন। ২০১২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। এই ম্যাচে সুরেশ রায়না (Suresh Raina) এবং ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) মতো তারকা ক্রিকেটারের উইকেট তুলে নেন তিনি। পরের মরসুমে আসামের বিরুদ্ধে প্রথম শতরান করেন।

এরপরেই তিনি অলরাউন্ডার হিসেবে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেন। ২০২৩ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কর্নাটকের হয়ে অংশগ্রহণ করলেও এরপর আর সুযোগ পাচ্ছিলেন না। প্রথম শ্রেণীর এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে যথাক্রমে ৫৯ টি এবং ৬৮ টি ম্যাচে মোট ৩২০ টির বেশি উইকেট সংগ্রহ করেছেন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্মেন্স করার পর ২০২১ সালে জাতীয় দলের নেট বোলার হিসেবে যুক্ত হন। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও খেলার সুযোগ আসে।

দেশের হয়ে একটি ওডিআই ম্যাচে খেলেছেন কৃষ্ণাপ্পা। এই ম্যাচে ২ টি উইকেট সংগ্রহ করেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই অলরাউন্ডার। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সঙ্গে যুক্ত ছিলেন। গৌতম ৩৬ টি আইপিএল ম্যাচে মোট ২১ টি উইকেট সংগ্রহ করেছেন।

Read Also: “অন্ধকারে ভবিষ্যত”, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে সমালোচনার মুখে বৈভব সূর্যবংশীরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *