"গম্ভীরের প্রিয় পাত্র তাই..", সব ফরম্যাটে হর্ষিতের জায়গা পাওয়া নিয়ে বিস্ফোরক ভারতের প্রাক্তন তারকা !! 1

জাতীয় ক্রিকেট ‌দলে জায়গা পাওয়া প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে একাধিক তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন। ‌তবে তিন ফরম্যাটেই দেশের হয়ে জায়গা করে নেওয়া বর্তমানে সহজ বিষয় নয়। খুব কম তারকা রয়েছেন যারা ওডিআই, টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে সমান ভূমিকায় দায়িত্ব পালন করছেন। ভারতীয় দলের দিকে তাকালে শুভমান গিল (Shubman Gill), জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকার সঙ্গে হর্ষিত রানার (Harshit Rana) মতো ক্রিকেটার‌ও ৩ ফরম্যাটেই জায়গা পাচ্ছেন। কিন্তু তার যোগ্যতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার এই বিষয়ে প্রাক্তন ক্রিকেটার ক্রিস শ্রীকান্ত (Chris Srikanth) বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: অস্ট্রেলিয়া সিরিজেই অবসর নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, ফাঁস হলো অন্দরের খবর !!

বিতর্কের মুখে হর্ষিত-

Harshit rana
Harshit Rana | Image: Getty Images

হর্ষিত রানা কলকাতার নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে আইপিএলে দুরন্ত পারফর্ম্যান্স করে নিজের পরিচয় তৈরি করেছেন। এই দলেই তিনি এক সময় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। ফলে এই পেসার ভারতীয় দলের প্রধান কোচের প্রিয় পাত্র হয়ে ওঠেন। সেই কারণেই তিনি ৩ ফরম্যাটে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অস্ট্রেলিয়া সফরে (India vs Australia Series) ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন হর্ষি reত। কিন্তু তার যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বলেন, “হর্ষিত রানা একজন জাতীয় দলের জন্য স্থায়ী ক্রিকেটার। কারণ তিনি গৌতম গম্ভীরের কাছের একজন মানুষ। এই কারণে তিনি সবসময় নির্বাচিত হচ্ছেন এবং শুভমান গিলের পরেই তার নাম রয়েছে।” ফলে কার্যত শ্রীকান্ত ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিলেন। উল্লেখ্য রানা এখনও পর্যন্ত দেশের হয়ে ২ টি টেস্ট ম্যাচে ৪ টি উইকেট, ৫ টি ওডিআই ম্যাচে ১০ টি উইকেট এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট সংগ্রহ করেছেন।

নতুন ওডিআই অধিনায়ক-

শুভমান গিল
Shubman Gill | Images: Getty Images

টেস্ট ক্রিকেটার পর এবার একদিনের ক্রিকেটেও রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব পেলেন শুভমান গিল (Shubman Gill)। তবে হিটম্যান এখনও ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। ফলে তার অধিনায়কত্ব চলে যাওয়া অনেক ক্রিকেট ভক্তই মেনে নিতে পারছেন না। ২০২৭ বিশ্বকাপকে (2027 ODI WC) সামনে রেখেই দল তৈরি করা হচ্ছে বলে ইতিমধ্যে বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা।

এই সিরিজ থেকেই নতুন ভূমিকায় দেখা যাবে শুভমানকে (Shubman Gill)। সাম্প্রতিক সময় জাতীয় টেস্ট দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রীতিমতো চমক দিয়েছেন এই তারকা। ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতে পাঁচ ম্যাচের লাল বলের সিরিজ তার তত্ত্বাবধানেই ড্র করে ব্লু ব্রিগেডরা। ফলে গিলের হাত ধরে নতুন অধ্যায় সূচনা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে ৫৫ ম্যাচে ২৭৭৫ রান সংগ্রহ করেছেন।

Read Also: অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছাঁটাই গৌতম গম্ভীর, কোচ হিসেবে দায়িত্ব নেবেন এই কিংবদন্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *