IPL 2024

উমেশ যাদব

TOP 3: এই ৩ জন প্লেয়ারকে দলে রেখে ভুল কাজ করলো কলকাতা নাইট রাইডার্স দল !! 1

তালিকায় তৃতীয় স্থানে আছেন কলকাতা নাইট রাইডার্স এর মূল ফাস্ট বোলার উমেশ যাদব (Umesh Yadav), আইপিএলে ইতিমধ্যে তিনি ১৩৩ টি ম্যাচে ১৩৫ টি উইকেট নিয়েছেন। তার ইকোনোমিরেট ৮ এর একটু বেশি। গত বছর তিনি কলকাতা দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। ৭.০৬ ইকোনোমিরেটে নিয়েছিলেন ১২ ম্যাচে ১৬ টি উইকেট , কিন্তু তার বর্তমান প্রদর্শনী ভালো নয়। ভারতীয় দলের হয়ে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন এবং সেই ম্যাচে তিনি মাত্র দুই ওভার বোলিং করে দিয়েছিলেন ২৭ রান। যথারীতি তার পারফরমেন্সে অনেকটাই ঘাটতি দেখা গিয়েছিল, তাছাড়া কলকাতার হয়ে উমেশ যাদব প্রথমের দিকে বোলিং করে থাকেন , তবে তার ডেথ বোলিংয়ে অনেকটাই সমস্যা আছে। সেই দিক থেকে বিচার করলে কলকাতা দল এখনো পর্যন্ত কোনো ডেথ বোলার কিনি নি, উমেশ যাদব কে ডেথ বোলার হিসেবে ব্যবহার করতে পারেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু উমেশ ভালো ডেথ বলার নন, সে কারণেই উমেশ যাদব কে কলকাতা দলে সুযোগ দিয়ে ভুল কাজ করলো ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *