আসন্ন ২০২৩ আইপিএলের রিটেনশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের মিনি অকশনের আয়োজন করা হবে, যেখানে প্রত্যেকটি দল তাদের প্রয়োজন মেটাবে। ইতিমধ্যেই নিজেদের প্রয়োজনীয় নতুন তিনটি প্লেয়ার কে দলে টেনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, গুজরাট থেকে ট্রেড করে রহমতুল্লা গুরবাজ ও লকি ফার্গুসনকে নিজেদের দলে যুক্ত করেছেন কলকাতা দল , দিল্লি থেকে তারা নিয়েছে শার্দূল ঠাকুরকে। বর্তমানে কলকাতা দলের কাছে বাকি রয়েছে মাত্র ৭.০৫ কোটি টাকা, এই টাকা দিয়ে তাদের বাঁকি স্কোয়াড সাজাতে হবে। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স তাদের ১৪ জন খেলোয়ারকে রিটেন করেছে তবে এমন তিন খেলোয়াড় আছেন যাদেরকে রিটেন করে দল একেবারেই ভুল কাজ করেছে।
ভেঙ্কটেশ আইয়ার
এই তালিকায় প্রথমেই আছেন ভারতীয় দল এবং কলকাতা নাইট রাইডার্স এর ওপেনার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer। ভেঙ্কটেশ আইয়ার কলকাতার হয়ে ২০২১ সালে অভিষেক করেছিলেন, প্রথম বছরে দুর্দান্ত ছন্দে তিনি খেলেছিলেন, ২০২১ বর্ষে ১০ ম্যাচে ৪১ গড়ে বানিয়েছিলেন ৩৭০ রান। তার এই পারফরমেন্স দেখে গত বছর ৮ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল কলকাতা দল, কিন্তু ২০২২ সালে তিনি মাত্র ১৬ গড়ে করেছেন মাত্র ১৮২ রান। এমনকি বোলিং করেও তিনি হয়েছেন ব্যর্থ, এবছর ১২ এর কাছাকাছি ছিল তার ইকোনমি রেট। গত বছর কলকাতার অসফলতার পিছনে অন্যতম হাত ছিল ভেঙ্কটেশ আইয়ারের খারাপ ফর্ম। এবছর আইয়ারের এমন ফর্ম থাকলে পস্তাতে হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে।