ফর্ম সমস্যায় জেরবার বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক ইনিংসে ব্যর্থতাই সঙ্গী হচ্ছে তাঁর। অফ স্টাম্পের বাইরের লাইনে ভারতীয় মহাতারকাকে পরাস্ত করে যাচ্ছেন প্রতিপক্ষ বোলারেরা। এখনও অবধি তিনটি টেস্টে পাঁচ ইনিংস খেলেছেন তিনি। আউট হয়েছেন চার বার। প্রত্যেকবারই পঞ্চম থেকে সপ্তম স্টাম্পের লাইনে থাকা বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক অথবা স্লিপে ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন তিনি। টানা ব্যর্থতার কারণেই ফিকে লাগছে পার্থ-এর দ্বিতীয় ইনিংসে করা তাঁর ১০০ নট-আউটের ইনিংসটিও। কঠিন সময় পেরিয়ে মেলবোর্ন বা সিডনিতে বিরাট আলোয় ফিরতে পারেন কিনা এই নিয়েই যখন প্রার্থনা করছেন অনুরাগীরা, তখন মাঠের বাইরেও সমস্যা বাড়লো তাঁর। বেঙ্গালুরুতে আইনি জটিলতাতেও জড়িয়ে পড়তে হলো কোহলিকে।
Read More: “ঐদিকে তো বোম পড়বে…” ভারত-পাক সমস্যা মেটাতে অভিনব প্রস্তাব শেহজাদের, হাসির রোল নেটদুনিয়ায় !!
আইনি নোটিশ পেলো কোহলির পাব্-
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের অনতিদূরে রত্নম কমপ্লেক্সের ষষ্ঠতলে ওয়ান এইট কমিউন (One8 Commune) নামে একটি পাব্ রয়েছে বিরাট কোহলির। অভিযোগের আঙুল অভিজাত এমজি রোড এলাকায় অবস্থিত এই পাবটিকে কেন্দ্র করেই। স্থানীয় পৌর সংস্থা বেঙ্গালুরু বৃহতা মহানাগারা পালিকে (বিবিএমপি)-র অগ্নিবিষয়ক ছাড়পত্র বা এনওসি ছাড়াই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কোহলির মালিকানাধীন এই পানশানার বিরুদ্ধে। সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ (HM Venkatesh) ও কুনিগাল নরসিমামূর্তি’র (Kunigal Narasimhamurthi) করা অভিযোগের ভিত্তিতে গত ২৯ নভেম্বর একটি নোটিশ পাঠানো হয়েছিলো। তিন সপ্তাহ কেটে গেলেও কোনো উত্তর দেয় নি ওয়ান এইট কমিউন। আর অপেক্ষা করতে নারাজ বিবিএমপি। তারা সাত দিনের ডেডলাইন বেঁধে দিয়েছে কোহলির পানশালা’কে।
পৌরসংস্থার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সাত দিনের মধ্যে যদি কৈফিয়ত না দেয় ওয়ান এইট কমিউন (One8 Commune), তাহলে ঐ পানশালার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হবে। শান্তিনগর অঞ্চলের স্বাস্থ্য অধিকর্তার তরফে জারি করা একটি বিজ্ঞপ্তি সূত্রে প্রকাশ্যে এসেছে এই খবর। বেঙ্গালুরুর বহুতলগুলিতে এমন অনেক হোটেল, রেস্তরাঁ, পানশালা রয়েছে যারা পৌর সংস্থার কাছ থেকে অগ্নিবিষয় ছাড়পত্র ছাড়াই রমরমিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ। নিজের অভিযোগপত্রে তিনি লিখেছেন, “এর আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর মানুষের জীবন গিয়েছে। কার্লটন টাওয়ার্সের ঘটনায় প্রাণে বাঁচতে মানুষজন উপর থেকে ঝাঁপ মেরেছিলো প্রাণ বাঁচাতে।” যেসব সংস্থা অনুমতিপত্র ছাড়া কর্মকাণ্ড চালাচ্ছে তাদের লাইসেন্স কেড়ে নেওয়ার আবেদনও করেছেন তিনি।
আগেও আঙুল উঠেছিলো এই পাবের দিকে-
এই প্রথম নয়। চলতি বছরের জুলাই মাসেও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলো বিরাট কোহলির (Virat Kohli) ওয়ান এইট কমিউন (One8 Commune) পাব্’টি। বেঙ্গালুরুতে রাত ১টার পর হোটেল, রেস্তরাঁ বা পানশানা খুলে রাখা যায় না। কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও ওয়ান এইট কমিউন খুলে রাখা হচ্ছে বলে অভিযোগ আসে পুলিশ প্রশাসনের কাছে। সরেজমিনে তদন্ত করতে গিয়ে অন-ডিউটি সাব-ইন্সপেক্টর দেখতে পান যে রাত ১টা ২০তেও সেখানে পানীয় দেওয়া হচ্ছে গ্রাহকদের। কাবন পার্ক থানায় FIR দায়ের করা হয়েছিলো পুলিশ প্রশাসনের তরফে। ওয়ান এইট কমিউনের বেঙ্গালুরু শাখার ম্যানেজারের বিরুদ্ধেও দায়ের হয়েছিলো FIR। সেই অনভিপ্রেত ঘটনার মাত্র মাস পাঁচেকের মধ্যে আরও একবার আইনের খাতায় কোহলির (Virat Kohli) পাবের নাম উঠে যাওয়ায় প্রশ্নের মুখে পড়েছে ক্রিকেটতারকার সুনাম’ই।
Also Read: মুম্বই ও টিম ইন্ডিয়াকে বিদায় জানালেন পৃথ্বী শ, এই দেশের হয়ে খেলবেন বিশ্বকাপ !!