কোহলি টুইট করে প্রধানমন্ত্রীকে দিলেন জয়ে শুভেচ্ছা, তো মানুষ করল জমিয়ে তিরস্কার

বিজেপির লোকসভা নির্বাচনে বড় জয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও খুশি। তিনি স্বয়ং নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছে আর সেই সঙ্গে আশা করেছেন যে নরন্দ্র মোদির নেতৃত্বে ভারত উচ্চতার নতুন শিখরকে ছোঁবে।

বিরাট টুইট করে দিলেন প্রধানমন্ত্রীকে দিলেন জয়ের শুভেচ্ছা

কোহলি টুইট করে প্রধানমন্ত্রীকে দিলেন জয়ে শুভেচ্ছা, তো মানুষ করল জমিয়ে তিরস্কার 1

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বিজেপির জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে শুভেচ্ছা জনিয়ে নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্টে লেখেন, “শুভেচ্ছা নরেন্দ্র মোদিজি, আমাদের বিশ্বাস রয়েছে যে আপনার লক্ষ্যের সঙ্গে ভারত আরো বেশি করে উচ্চতা পর্যন্ত পৌঁছতে চলেছে। জয় হিন্দ”।

জানিয়ে দিই যে লোকসভার ৫৪২টি সিটের মধ্যে ৩০৩টি সিট একা বিজেপি পেয়েছে আর তারা পূর্ণ বহুমত হাসিল করে ফেলেছে। বিজেপি আরো একবার সরকার গড়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে।

কিন্তু সমর্থকরা বললে, তুমি বিশ্বকাপে ফোকাস করো

কোহলি টুইট করে প্রধানমন্ত্রীকে দিলেন জয়ে শুভেচ্ছা, তো মানুষ করল জমিয়ে তিরস্কার 2

বিরাট কোহলির নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানো সমর্থকরা ভাল চোখে নেননি, মানুষ বিরাটকে পরামর্শ দিচ্ছেন যে তুমি বিশ্বকাপের উপর নিজের ধ্যান কেন্দ্রিত করও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *