অস্ট্রেলিয়া সফরে চরম ব্যর্থতার সম্মুখীন বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচ টেস্টের নয় ইনিংসে তাঁর রান সংখ্যা মাত্র ১৯০। গড় ২৩.৭৫। পার্থ-এর দ্বিতীয় ইনিংসে খেলা ১০০* রানের ইনিংসটি বাদ দিলে আরও হতশ্রী দেখাবে পরিসংখ্যান। বর্ডার-গাওস্কর ট্রফিতে আটবার আউট হয়েছেন তিনি। আটবারই অফস্টাম্পের বাইরের লাইনে তাঁকে পরাস্ত করেছেন বোল্যান্ড, স্টার্ক, হ্যাজেলউড’রা। পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের লাইনে থাকা ডেলিভারি তাড়া করতে গিয়ে কখনও উইকেটরক্ষক আবার কখনও স্লিপ ফিল্ডারদের হাতে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। বছর ৩৬-এর তারকা এই অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে লাল বলের খেলায় আদৌ সেরাদের তালিকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। কোণঠাসা কোহলি (Virat Kohli) পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে এখন ক্রিকেটদুনিয়া।
Read More: “শুভমান গিল খুবই ওভাররেটেড…” ক্ষোভ উগড়ে দিলেন শ্রীকান্ত, ঋতুরাজের হয়ে সওয়াল বিশ্বজয়ী প্রাক্তনীর !!
ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বিরাট-
২০১২ সালে শেষবার ভারতে রঞ্জি ট্রফি খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ঘরোয়া ক্রিকেট থেকে এই দীর্ঘ অনুপস্থিতিই টেস্টে তাঁর ফর্মের গ্রাফকে নীচের দিকে ঠেলে দিয়েছে, মত একাধিক বিশেষজ্ঞের। গত বছরের সেপ্টেম্বরের গোড়ায় বিরাটকে দলীপ ট্রফিতে (Duleep Trophy) অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কেউ কেউ। কে এল রাহুল (KL Rahul), ঋষভ পন্থ, কুলদীপ যাদবদের মত জাতীয় দলের একাধিক তারকা চারদলীয় এই টুর্নামেন্ট খেললেও বিরাটকে (Virat Kohli) দেখা যায় নি মাঠে নামতে। লম্বা বিরতির পর সরাসরি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমে ব্যর্থ হয়েছিলেন তিনি। অফ ফর্মের কাঁটা বিঁধেছে বর্ডার-গাওস্কর ট্রফিতেও। একটানা হতাশাজনক পারফর্ম্যান্সের পর অবশেষে নাকি টনক নড়েছে কোহলির। টেকনিক ঘষেমেজে নেওয়ার জন্য তিনি ফিরছেন সেই ঘরোয়া ক্রিকেটেই।
দেশে নয়, ইংল্যান্ডের মাঠে ঘরোয়া ক্রিকেট খেলতে চলেছেন বিরাট কোহলি। একটি রিপোর্টে এমনই দাবী করেছে সংবাদসংস্থা রেভস্পোর্টস। অস্ট্রেলিয়া সফরের পরে লাল বলের ফর্ম্যাট থেকে দীর্ঘ বিরতি রয়েছে টিম ইন্ডিয়ার। পরবর্তী ম্যাচ সেই জুন মাসে। ইংল্যান্ড সফরে যাবে দল। বর্ডার-গাওস্কর ট্রফির ব্যর্থতার পুনরাবৃত্তি যাতে ইংল্যান্ডের মাঠে না হয় তা নিশ্চিত করার জন্য সেখানের প্রথম শ্রেণির টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেন বিরাট (Virat Kohli)। এই নিয়ে কোনো তথ্য সামনে আনেন নি মহাতারকা। তবে রেভস্পোর্টস সূত্রে খবর যে আইপিএল (IPL) শেষ হলেই ইংল্যান্ডে উড়ে যাবেন কোহলি। খেলবেন বেশ কয়েকটি ম্যাচ। এর আগে সারে’র সাথে চুক্তি করলেও ঘাড়ের চোটে শেষমেশ কাউন্টি খেলা হয় নি বিরাটের (Virat Kohli)। এবার কোন দলের হয়ে তিনি মাঠে নামেন সেদিকে থাকবে নজর।
কাউন্টিতে নজর কেড়েছেন একঝাঁক ভারতীয়-
সাম্প্রতিক কালে একঝাঁক ভারতীয় ক্রিকেটারকে দেখা গিয়েছে কাউন্টি ক্রিকেট খেলতে। সাসেক্সের হয়ে বেশ কয়েকটি মরসুমে মাঠে নেমেছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কয়েক মাস আগেই লেস্টারশায়ারের জার্সিতে সাদা ও লাল বলের ফর্ম্যাটে ভালো পারফর্ম করেছেন অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane)। এছাড়া ইংল্যান্ডের মাঠে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), পৃথ্বী শ-কে। দু’জনেই খেলেছেন নর্দাম্পটনশায়ারের হয়ে। গাওস্কর, রবি শাস্ত্রী থেকে শচীন (Sachin Tendulkar), সৌরভ বা রাহুল দ্রাবিড়ের কিংবদন্তিরাও বিভিন্ন সময়ে খেলেছেন কাউটি। ইয়র্কশায়ারের জার্সিতে প্রথম এশীয় ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন শচীন। সৌরভ (Sourav Ganguly) খেলেছেন ঐতিহ্যশালী ল্যাঙ্কাশায়ার ও গ্ল্যামারগনের হয়ে। দ্রাবিড় গায়ে চাপিয়েছিলেন কেন্টের জার্সি। সমারসেটের হয়ে খেলেছেন গাওস্কর।