প্রাইভেট পার্টে বল লাগলো ঋষভ পন্থের, হেসে খুন কোহলি-হার্ষিত সহ পাক ওয়াসিম আকরাম !! 1

Rushabh Pant: পার্থে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টের (IND vs AUS) প্রথম দিনে প্রচুর নাটকীয় মুহূর্ত দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে সমস্ত দলকেই অজি প্লেয়ারদের কর্মকান্ডের জন্য ব্যাকফুটে দেখতে পাওয়া যায়। এবারেও ঠিক সেটাই লক্ষ করা গেল, শুধু ব্যাট বা বল হাতে নয় অজি খেলোয়াড়রা বিপক্ষদের উপর যেভাবে চড়াও হয় থাকেন তা অস্ট্রেলিয়াকে খেলায় আরও এগিয়ে রাখে।

গতকাল খেলার কথা বলতে গেলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর ভারত ৪৯.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়। কেজি পেসারদের তান্ডবে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাকফুটে পড়তে দেখা যায়। পার্থে প্রথম দিনে চর্চায় উঠে এসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৭ রানও বানিয়েছেন তিনি। তিনি তার ৭৮ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন।

Read More: IPL 2025: নিলামের আগেই ভুল ভাঙলো নাইট রাইডার্সের, ৩০ কোটিতে ‘ক্যাপ্টেন’ শ্রেয়সকে ফেরাচ্ছে চ্যাম্পিয়নরা !!

পন্থের পরিস্থিতির মজা ওড়ালেন কোহলি-হার্ষিতরা

Rishabh Pant
Virat Kohli and Harshit Rana | Image: Twitter

প্রসঙ্গত, শুক্রবার পার্থে প্রথম বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্টের প্রথম দিনে ঋষভ পন্থের (Rishabh Pant) কুঁচকির এলাকায় বল এসে লাগার পর ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম (Wasim Akram) এবং রবি শাস্ত্রীকে একটি হাস্যকর কথোপকথনে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। আকরাম পন্থের কুঁচকির এলাকায় আঘাত লাগার পর শাস্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন সবাই ওখানে (কুঁচকি) লাগার পর হাসাহাসি করে কেন ? পরে নিজের অভিজ্ঞতাও বর্ণনা করেন আকরাম যেটি নেট মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

চলতি খেলায় ধারাভাষ্যকারদের মধ্যে একটি হাস্যকর মুহূর্ত তৈরি হয়। ভারতের প্রথম ইনিংসের সময় পন্থের কুঁচকিতে আঘাত লাগার পর, রিপ্লেতে দেখা গেছে তার সতীর্থ বিরাট কোহলি (Virat Kohli) এবং হর্ষিত রানা (Harshit Rana) হাসছেন। বিরাট ও হার্ষিতের কান্ড দেখে পরিস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে আকরাম তার সহকর্মী ভাষ্যকার রবি শাস্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন কেন কুঁচকির অঞ্চলে বল লাগে তখন সবাই হাসে কেন ?

পুরানো ঘটনা তুলে ধরলেন রবি শাস্ত্রী

Ravi Shastri and Wasim Akram
Ravi Shastri and Wasim Akram | Image: Getty Images

তারপরে রবি শাস্ত্রী প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তি তারকা কোর্টনি ওয়ালশের কুঁচকির এলাকায় আঘাত করার একটি উপাখ্যান বর্ণনা করেন। তিনি জানান কোর্টনি ওয়ালশের কুঁচকির জায়গায় লাগার ফলে সব ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা অট্ট হাসিতে জড়িয়ে পড়ে। তিনি বলেন, “আমার মনে আছে ওয়েস্ট ইন্ডিজে, আমি সেই এলাকায় (কুঁচকি) আমার কোর্টনি ওয়ালশকে আঘাত করেছিলাম। সমস্ত ওয়েস্ট ইন্ডিয়ান সেখানে জড়ো হয়ে হাসাহাসি করছিল। একদিকে বাঁকিরা হাসছে তো অন্যদিকে যার লেগেছে সে শ্বাস নিতে পারছে না। আমরাও হাসতে চাই, কিন্তু কোন সুযোগ নেই।”

নীচের ভিডিওতে কথোপকথন শুনুন

Read Also: Rishabh Pant: পারথে চেনা মেজাজে ঋষভ, কামিন্স’কে কাঁপিয়ে দিলো পন্থের ছক্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *