রোহিতের পরিবর্তে দলের অধিনায়কত্ব পালন করছেন কোহলি, নিজ হাতে তুলে নিলেন গুরুদায়িত্ব !! 1

প্রথম দিনের খেলার পরিসমাপ্তিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS) পিছিয়ে থেকেও ভারতীয় দল আবার চালকের আসনে উঠে এসেছে। অজিদের বিরুদ্ধে আজকের ম্যাচে আবার একবার চ্যালেঞ্জিং কন্ডিশনে ভারতীয় দলের ব্যাটিং ধ্বস দেখা গিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে কেবলমাত্র ১৫০ রান বানাতে সক্ষম হয়েছে। টিম ইন্ডিয়ার বানানো এই রান ম্যাচ জিততে কিছুই নয়। অস্ট্রেলিয়ার মতন চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ভারতীয় দলকে আরও লম্বা সময় ধরে খেলা উচিত ছিল এমনটাই মত নেটিজেনদের। চলতি মাসের প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দল ৩-০ ব্যাবধানে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) দিকে নজর দিলে অজিদের বিরুদ্ধে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।

ভারতীয় দলের বানানো ১৫০ রানের বিনিময়ে ব্যাটিং করতে আসা অস্ট্রেলিয়া দলকে ব্যাকফুটে ঠেলে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), তৃতীয় ওভারেই অস্ট্রালিয়ার ওপেনার ম্যাকসুইনিকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ, এরপর সপ্তম ওভারে উসমান খাজা (Usman Khawaja) ও স্টিভেন স্মিথকেও (Steven Smith) প্যাভিলিয়নে ফেরান। তবে শুধু ক্যাপ্টেন বুমরাহ নয় মাঠে আবার নেতৃত্ব দিতে দেখা গিয়েছে বিরাটকে।

Read More: IND vs AUS: পিছিয়ে পরেও দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার, প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৬৭ !!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুদায়িত্ব তুলে নিলেন কোহলি

Team india, ind vs aus, kohli
Team India | Image: Getty Images

ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kobli) রোহিত শর্মার অনুপস্থিতিতে দলের অফিসিয়াল ক্যাপ্টেন না হলেও খেলোয়াড়দের পরিচালনা করতে দেখা যাচ্ছে। পাশাপাশি তাকে ফিল্ডারদের স্থান পরিবর্তন করতেও দেখা গিয়েছে। আগেও অধিনায়ক থাকা কালীন বিরাট বিদেশের মাটিতে প্রতিপক্ষের বিরুদ্ধে দলের খেলোয়াড়দের সবসময় উৎসাহিত রাখতেন। মূল অধিনায়ক রোহিত প্রথম টেস্ট না খেলার কারণে বুমরাহকে আজকের ম্যাচে অধিনায়কত্ব করতে হচ্ছে। এই পরিস্থিতিতে বল হাতে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক কে তবে বেশিরভাগ সময়েই বিরাটের সঙ্গে শলাপরামর্শ করতে দেখা যাচ্ছে তাকে।

অস্ট্রেলিয়া দলের হয়ে আজকে রান না পেলেও ৫২ টি বল খেলেছেন মার্নাস লাবুশেন। তাকে আউট করতে বড় ভূমিকা পালন করেছেন বিরাট কোহলি। মোহাম্মদ সিরাজকে ঠিক একটি বল আগেই তিনি পরামর্শ দিয়েছিলেন। আর কিং কোহলির কথামতন সিরাজ সেই বলটি করে এবং সিরাজের জালে আটকা পড়েন লাবুশেন। বিরাটের উচ্ছাস ও আজকের ম্যাচে তার সক্রিয়তা দেখে তাকেই দলের ক্যাপ্টেন মনে করতে শুরু করেছেন নেটিজেনরা।

Read Also: Virat Kohli: “অবসর নিয়ে নাও…” প্রথম টেস্টে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি, সমাজ মাধ্যমে শুরু হলো নিন্দার ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *