kohli-invited-to-ram-mandir-inauguration

Virat Kohli: ২২ জানুয়ারির দিকে এখন তারিখে দেশের আবালবৃদ্ধবনিতা। দীর্ঘ আইনি জটিলতার পর উত্তরপ্রদেশের অযোধ্যায় ২০১৯ সালে ভগবান শ্রী রামের মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট। এরপর জোরকদমে এগিয়েছে কাজ। শেষমেশ ২০২৪ সালের গোড়াতেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের। আগামী সোমবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে মন্দির। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজ সাজ রব গোটা অযোধ্যা শহরে। রামায়ণের নানা কাহিনীর ছবি আঁকা হয়েছে শহরের দেওয়াল জুড়ে। সাথে সাথে দেশের গৌরবময় অতীতের সাথেও সকলকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

কর্ণাটকের প্রতিথযশা ভাস্কর অরুণ যোগিরাজ নির্মিত ভগবান শ্রী রামের মূর্তিতে বৈদিক প্রথা মেনে হবে প্রাণপ্রতিষ্ঠা করা হবে ২২ জানুয়ারি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। এছাড়াও সমাজের বহু বিশিষ্ট জনকে আহ্বান জানানো হয়েছে অযোধ্যার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সিনেমা জগতের একঝাঁক নক্ষত্রকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। তাঁদের মধ্যে রয়েছেন মাধুরী দীক্ষিত, অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), রজনীকান্ত, রনবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট, ধনুষ, কঙ্গনা রানাউত, অজয় দেবগন, মধুর ভাণ্ডারকর’রা। সাম্প্রতিক কালে আদিপুরুষ চলচ্চিত্রে ভগবান রামের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিলো দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসকে (Prabhas)। তিনিও থাকবেন অনুষ্ঠানে।

Read More: চোট পেয়ে এবার টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক, মাঠের বাইরে বসেই কাটবে সময় !!

রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন বিরাট কোহলি-

virat kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

রাম মন্দির উদ্বোধনে ক্রীড়াদুনিয়া থেকেও আমন্ত্রণ পেয়েছেন বেশ কয়েকজন তারকা। ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার শচীন তেন্ডুলকর’কে (Sachin Tendulkar) অনুরোধ করা হয়েছে অযোধ্যাতে এই ঐতিহাসিম মূহূর্তের সাক্ষী থাকার জন্য। ডাক পেয়েছেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ’ও (Venkatesh Prasad)। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনিকেও (MS Dhoni) দেখা গিয়েছে ভগবান শ্রী রামের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের আমন্ত্রণপত্র হাতে। সংবাদমাধ্যম সূত্রে খবর ২২ জানুয়ারির এই চাঁদের হাটে অংশ নিতে চলেছেন বিরাট কোহলি’ও (Virat Kohli)। তাঁর কাছেও পৌঁছে দেওয়া হয়েছে আমন্ত্রণ পত্র। ক্রিকেটদুনিয়ার যে চার তারকা আমন্ত্রণ পেয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র কোহলিই এখনও খেলছেন। সৌভাগ্যক্রমে ২২ তারিখ কোনো ম্যাচ নেই ভারতের। ফলত তাঁর অযোধ্যায় উপস্থিত থাকতে কোনো বাধা নেই।

আধ্যাত্মিকতার সঙ্গে কোহলির (Virat Kohli) যোগাযোগ এই প্রথম নয়। এর আগেও স্ত্রী অনুষ্কা (Anushka Sharma) ও কন্যা ভামিকার সাথে তাঁকে দেখা গিয়েছিলো বৃন্দাবনের’র নিম করোলি বাবা’র আশ্রমে। তিনি হৃষীকেষেও সপরিবার কিছু দিন কাটিয়েছিলেন বাবা দয়ানন্দ গিরির আশ্রমে। সেখানেও তাঁকে পূজা-পাঠে অংশ নিতে দেখা গিয়েছিলো। দিনকয়েক আগে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট ম্যাচ চলাকালীন ‘রাম সিয়া রাম’ গান কানে আসার পর ভগবান শ্রী রামের অনুকরণে তীর ধনুক চালানোর ভঙ্গী করতে দেখা গিয়েছিলো বিরাট কোহলি’কে (Virat Kohli)। ক্রিকেট তারকার সেই ভিডিও মুহূর্তে ভাইরাল’ও হয়েছিলো সোশ্যাল মিডিয়াতে। এই ঘটনার দিনকয়েকের মধ্যেই অযোধ্যার রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্র পেলেন তিনি।

Also Read: “ক্যাপ্টেন হিসাবে বিরাট…”, ক্যাপ্টেনসির প্রসঙ্গে মুখ খুললেন শিখর ধাওয়ান, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *