“ক্রিকেটের জন্য ত্যাগ করেছে …” বিরাট কোহলির সাফল্যের সিক্রেট ফাঁস করলেন ঈশান্ত শর্মা !! 1

শচীনোত্তর ভারতীয় ক্রিকেটের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হিসেবে জ্বলজ্বল করছেন যিনি তিনি নিঃসন্দেহে বিরাট কোহলি (Virat Kohli)। ২০০৮ সালে অনূর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে তিনি যখন বিশ্বকাপ জিতেছিলেন, তখনই অনেক বিশেষজ্ঞ জানিয়েছিলেন যে ভবিষ্যতের তারকা হতে চলেছেন দিল্লীর যুবক। সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে-অক্ষরে ফলিয়ে দিয়েছেন তিনি। যত সময় এগিয়েছে, ততই ডালপালা বিস্তার করে মহীরুহ হয়ে উঠেছে ক্রিকেটদুনিয়ার ‘ব্র্যান্ড বিরাট।’ কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছে বিরাট কোহলির  (Virat Kohli)ব্যাট। শচীন (Sachin Tendulkar) সম্পর্কে একটা সময় বলা হত যে তিনি শতরান করলে ভাত শান্তিতে ঘুমোতে যায়। সেই পর্যায়ে নিজেকে উন্নীত করেছেন কোহলিও। ম্যাচে যত কঠিন পরিস্থিতিই হোক না কেনো, বিরাট (Virat Kohli) ক্রিজে থাকা মানে দেড়শ কোটি ভারতীয়ের আশা বেঁচে থাকা। ‘কোহলি যখন রয়েছেন, ঠিক জিতিয়েই মাঠ ছাড়বেন’, এই ভরসাটুকু অর্জন করেছেন বলেন অনুরাগীদের কাছে বিরাট থেকে তিনি রূপান্তরিত হয়েছেন ‘কিং কোহলি’তে।

দেড় দশকের কেরিয়ারে এখনো অবধি ২৫ হাজারের বেশী আন্তর্জাতিক রান করেছেন তিনি। শতরানের সংখ্যা ৭৫। শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পরেই আন্তর্জাতিক শতরানের নিরিখে জায়গা তাঁর। আগামীতে শচীনকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। কেবল ব্যাটার হিসেবে নয়, কোহলি (Virat Kohli) নিজেকে আলাদা মাত্রায় তুলে নিয়ে গিয়েছেন একজন অধিনায়ক হিসেবেও। বেশ কয়েক বছর ভারতকে টেস্ট র‍্যাঙ্কিং-এ এক নম্বরে রেখেছিলেন তিনি। বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে পেস আক্রমণকে ক্ষুরধার করতে হবে, তা বুঝেছিলেন কোহলি। শেষ কয়েক বছরে মহম্মদ শামি (Mohammed Shami), জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah) উত্থানের নেপথ্যেও অনেকটা ভূমিকা রয়েছে তাঁর। কোহলির প্রতিভা সম্পর্কে অবহিত সকলেই। কিন্তু সেই প্রতিভাকে সঠিক দিশা দিতে মাঠে ও মাঠের বাইরে কতটা পরিশ্রম তিনি করেছেন তার কিছুটা ধারণা সাধারণ সমর্থকদের দিলেন বিরাটের বন্ধু এবং সতীর্থ ঈশান্ত শর্মা (Ishant Sharma)। এক সাক্ষাৎকারে বিরাটের ‘কিং কোহলি’ হয়ে ওঠার যাত্রাপথটি তুলে ধরলেন তিনি।

Read More: TOP 3: যদি BCCI থেকে ঘুষ নেওয়া বন্ধ হয়, ক্যারিয়ার শেষ হবে এই ৩ প্লেয়ারের !!

ছোলে বাটুরে ত্যাগ করতে হয়েছে বিরাটকে-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

দিল্লীতে জন্ম এবং বেড়ে ওঠা বিরাট কোহলির (Virat Kohli)। তাঁর ছোলে বাটুরে প্রীতির কথা জানেন না এমন একজন ভারতীয় ক্রিকেটভক্ত সম্ভবত পাওয়া যাবে না। বেশ কয়েকবার সাক্ষাৎকার দিতে গিয়ে কোহলিকে (Virat Kohli) উল্লেখ করতে শোনা গিয়েছে দিল্লীর রাজৌরি গার্ডেন এলাকার রামের ছোলে বাটুরের কথা। সেইটাই নাকি তাঁর প্রিয় খাবার। তবে ক্রিকেট যে তাঁর অধিকতর প্রিয় বিষয় সেই কথা জানালেন ঈশান্ত শর্মা। জনপ্রিয় ইউটিউবার রনবীর এলাহাবাদিয়ার পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ঈশান্ত (Ishant Sharma)। ভারতীয় ক্রিকেটের বহু তারকার জানা-অজানা নানা কাহিনী তিনি তুলে ধরলেন দর্শকদের সামনে। ছেলেবেলা থেকেই বন্ধুত্ব রয়েছে ঈশান্ত ও বিরাটের। জীবনের নানা পর্যায়ের ওঠানামার প্রসঙ্গ বারবার ঘুরেফিরে এলো সাক্ষাৎকার জুড়ে। রনবীরকে দেওয়া সাক্ষাৎকারেই ঈশান্ত (Ishant Sharma) বলেন গত ১০-১১ বছর প্রিয় ছোলে বাটুরেতে প্রায় হাতই ছোঁওয়ান নি বিরাট (Virat Kohli)। হয়ত এক বা দুই বার তাঁকে তা খেতে দেখেছেন তিনি। দিল্লীর অন্যান্য বাসিন্দাদের মতই খেতে ভালোবাসেন বিরাটও। কিন্তু এখন ‘চিট ডে’তে ছোলে বাটুরে নয়, স্বাস্থ্যকর পনীর নান খান তিনি।

জীবনের পার্টি অধ্যায়, ট্যাটু অধ্যায়কে পিছনে ফেলে বর্তমানে কোহলি অনেক শান্ত-সমাহিত বলে মন্তব্য ঈশান্তের। তিনি জানান, “আমরা কলকাতায় একটা ম্যাচ খেলছিলাম। ও সারাদিন ব্যাট করে অপরাজিত ছিলো। তারপর সারা রাত পার্টি করে। তা সত্ত্বেও পরের দিন ২৫০ রানের ইনিংস খেলে। আমি ওর জীবনের সেই পর্যায়টাও দেখেছি। তবে ২০১১ সালের পর নিজের শরীর ও স্বাস্থ্যের দিকে ও যেভাবে খেয়াল রাখা শুরু করে সেটাই সবচেয়ে ভালো দিক। আগেও ও ট্রেনিং করছিলো, তবে সেটাকে ও আলাদা স্তরে নিয়ে গিয়েছিলো নিজের ডায়েট, মানসিক কাঠিন্য এবং ক্রিকেটীয় দক্ষতার সৌজন্যে।”

 Also Read: Team India: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন এই ক্রিকেটার, পদ হারানোর ভয়েই সুযোগ দিচ্ছেন না হার্দিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *