“বাধ্য করেছে সরে দাঁড়াতে…” যুবরাজের অবসর নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস উথাপ্পা’র, আঙুল উঠলো কোহলির দিকে !! 1

২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়েন যুবরাজ সিং (Yuvraj Singh)। চেষ্টা করেছিলেন আন্তর্জাতিক আঙিনায় কামব্যাক করার। কিন্তু সুযোগ পান নি আর। বাধ্য হয়েই ২০১৯-এ সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। বিদায়বার্তাতেও লিখেছিলেন ‘মুভ অন’-এর কথা। বিশ্বকাপ জয়ের নায়কের এমন অনাড়ম্বর বিদায় মনে আঘাত দিয়েছিলো ক্রিকেটপ্রেমীদের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুবরাজের (Yuvraj Singh) সরে যাওয়ার জন্য বিরাট কোহলিকে (Virat Kohli) দায়ী করলেন রবিন উথাপ্পা। টিম ইন্ডিয়ার প্রাক্তনী কোহলির অধিনায়কত্বের সমালোচনা করে বলেছেন, “আমি বিরাটের নেতৃত্বে বিশেষ খেলি নি। কিন্তু ও খুবই অন্য ধরণের ক্যাপ্টেন। ও যা মনে করবে, ওর কাছে সেটাই একমাত্র ঠিক। শুধু ফলাফল নয়, দলের বাকি সদস্যদের সাথে আপনি কেমন আচরণ করেন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।”

Read More: CT 2025: আফগানদের বয়কটের হুমকি দক্ষিণ আফ্রিকার, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের অচলাবস্থা !!

কোহলির চাপেই সরেছেন যুবি, দাবী উথাপ্পার-

Yuvraj Singh and Virat Kohli | Image: Getty Images
Yuvraj Singh and Virat Kohli | Image: Getty Images

‘কঠোর কোহলি’র উদাহরণ দিতে গিয়ে যুবরাজের (Yuvraj Singh) প্রসঙ্গ তুলে আনেন উথাপ্পা (Robin Uthappa)। তিনি বলেন, “আপনি যুবি পা (যুবরাজের) ঘটনাটিই দেখুন না ! লোকটা ক্যান্সারকে হারিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টায় ছিলো। উনি এমন একজন মানুষ যিনি আমাদের দু’টি বিশ্বকাপ জিতিয়েছেন। একা অবশ্যই নয়, কিন্তু দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তেমন একজন ব্যক্তিকে আপনি একজন অধিনায়ক হিসেবে বলেন যে ‘তোমার ফুসফুসের ক্ষমতা কমে গিয়েছে।’ আপনি যেখানে নিজে ওনাকে কষ্ট করতে দেখেছেন?” গোটা বিষয়টি নিজে চোখে দেখেছেন বলে দাবী করেছেন উথাপ্পা। কামব্যাক প্রত্যাশী যুবরাজকে ফিটনেস টেস্ট দিতে নির্দেশ দিয়েছিলো বিরাট ও তৎকালীন টিম ম্যানেজমেন্ট। যুবরাজের অনুরোধ সত্ত্বেও কোনো ছাড় দেওয়া হয় নি, জানিয়েছে কেকেআর প্রাক্তনী।

উথাপ্পা বলেন, “আমি বুঝতে পারছি যে একজন অধিনায়ক হিসেবে আপনাকে একটা স্তর বজায় রাখতে হবে। কিন্তু একটু ব্যতিক্রম’ও তো থাকে। ব্যতিক্রমটা ওনার প্রাপ্য ছিলো। কারণ উনি কেবল বিশ্বকাপ জয়ের নায়ক নন, সাথে এমন একজন যিনি সদ্য ক্যান্সারকে হারিয়েছিলেন, জীবনের সবচেয়ে কঠিন লড়াইতে জয় পেয়েছিলেন। এমন একজনকে খানিক ছাড় দিলে সমস্যা কোথায়? কিন্তু বিরাট সেই সুযোগটুকু দেন নি ওকে (যুবরাজকে)।” “মাত্র দুই পয়েন্ট ছাড় দেওয়ার অনুরোধ করেছিলেন যুবরাজ সিং। কিন্তু ইতিবাচক সাড়া মেলে নি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, এরপর কেবল ইচ্ছেশক্তির জোরে কোনো সুবিধা ছাড়াই যুবরাজ ফিটনেস টেস্ট পাস করেন। দলে ফেরেন। কিন্তু একটি খারাপ টুর্নামেন্টের পরেই ওনাকে চিরতরে বাদ দেওয়া হয়,” ফাঁস করেছেন উথাপ্পা।

দেখুন উথাপ্পার সম্পূর্ণ সাক্ষাৎকার-

অভিমান রয়েছে যুবরাজের-

Yuvraj Singh and Virat Kohli | Image: Getty Images
Yuvraj Singh and Virat Kohli | Image: Getty Images

বাদ পড়া ও ইয়ো-ইয়ো টেস্ট নিয়ে ২০২২ সালে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন যুবরাজ (Yuvraj Singh) স্বয়ং। অবসরের পরেও অভিমান যে রয়েই গিয়েছে, সাফ বোঝা গিয়েছিলো তখনই। কিংবদন্তি অলরাউন্ডার বলেছিলেন, “শেষ ৮-৯টা ম্যাচের দুটোতে ম্যাচের সেরার পুরষ্কার পাওয়ার পরেও যে বাদ পড়ে যাবো দল থেকে, তেমনটা ভাবতেও পারি নি। অসুস্থ ছিলাম। আমায় বলা হয়েছিলো শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি শুরু করতে। তারপরই হঠাৎ ইয়ো-ইয়ো টেস্টের কথা কানে আসে। সেই কারণেই নাকি আমি বাদ। ৩৬ বছর বয়সে আবার আমি ইয়ো-ইয়ো টেস্টের জন্যও প্রস্তুতি সারি। পাস করি সেই পরীক্ষায়। কিন্তু তখন আবার আমায় বলা হয় ঘরোয়া ক্রিকেট খেলতে।” দেওয়াল লিখন পড়তে পেরেছিলেন যুবরাজ (Yuvraj Singh)। এরপরেই আস্তে আস্তে বাইশ গজের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। আলমারিতে তুলে রাখেন নীল জার্সি।

Also Read: “তীব্র যন্ত্রণার মধ্যে…” বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন জুজুভেন্দ্র চাহাল, ধনশ্রীকে নিয়ে দিলেন এই বয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *