kohli-fans-slam-vaibhav-for-jersey-no

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের কনিষ্ঠতম তারকা বলা চলে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi)। বিহারের বছর ১৪-র কিশোর মাসখানেক আগে হইচই ফেলে দিয়েছিলেন আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে শতরান করে। গুজরাত টাইটান্সের তারকাখচিত বোলিং লাইন-আপ’কে নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গিয়েছিলো বাম হাতি ওপেনারকে। মাত্র ৩৫ বল খেলে তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছিলেন তিনি। ভারতীয়দের মধ্যে টি-২০ ইতিহাসে দ্রুততম শতকের মালিক হয়েছিলেন বৈভব (Vaibhav Suryavanshi)। আইপিএলের আঙিনায় তাঁর অসাধারণ পারফর্ম্যান্সের পর অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলেও নিয়মিত হয়ে উঠেছেন তিনি। ইংল্যান্ড সফরে নীল জার্সিতে একদিনের ম্যাচে সাফল্য পেয়েছেন। জায়গা পেয়েছেন বেসরকারী টেস্ট একাদশেও। সম্প্রতি বেকেনহ্যামে আয়োজিত সেই ম্যাচের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর তা থেকেই ছড়িয়েছে বিতর্ক’ও।

Read More: “বুমরাহ সর্বশ্রেষ্ঠ…” পেস তারকার প্রশংসায় ব্রায়ান লারা, সেরাদের তালিকায় ঠাঁই হলো না কোহলি’র !!

ওয়ান ডে’তে ইংল্যান্ড অনুর্দ্ধ-১৯ দলের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন বৈভব (Vaibhav Suryavanshi)। নর্দাম্পটনে দ্বিতীয় ম্যাচটিতে করেন ৮৬ আর ওরচেস্টারে সিরিজের তৃতীয় ম্যাচটিতে তাঁর ব্যাট থেকে এসেছিলো ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস। বেসরকারী টেস্টেও ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। প্রথম ইনিংসে ১৪ করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তিনি করেন চমৎকার অর্ধশতক। চারদিনের ম্যাচে যদিও জয় পায় নি কোনো পক্ষই। চতুর্থ ইনিংসে ইংল্যান্ড অনুর্দ্ধ-১৯ দলের জন্য লক্ষ্য ছিলো ৩৫০। ৭ উইকেটের বিনিময়ে ২৭০-এর বেশী এগোতে পারেন নি আর্চি ভন (Archie Vaughan), রকি ফ্লিন্টফরা (Rocky Flintoff)। যার ফলে ম্যাচ শেষ হয় অমীমাংসিত ভাবে। তবে এই ম্যাচে চর্চায় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) জার্সি নম্বর। আইপিএলের ১২ নম্বর জার্সি গায়ে চাপালেও ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের হয়ে নেমেছিলেন ১৮ নম্বর জার্সি পরে।

ঘটনাচক্রে সিনিয়র দলে বিরাট কোহলির (Virat Kohli) জার্সি নম্বর’ও ১৮। কিংবদন্তির জার্সিতে অন্য কাউকে দেখতে রাজী নন তাঁর অনুরাগীরা। তাই বছর ১৪’র বৈভবের (Vaibhav Suryavanshi) বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছেন তাঁরা। ‘ও কি নিজেকে কোহলি ভাবতে শুরু করেছে নাকি?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘এভাবে জার্সির সম্মানটাকে মাটিতে মিশিও না,’ মন্তব্য অন্য এক নেটনাগরিকের। ‘ঐ জার্সি একজনকেই মানায়। তুমি অন্য নম্বর বেছে নাও,’ লিখেছেন আরেকজন। ‘আবার ১৮ পরেছো কেন?,’ বিরক্তি প্রকাশ করেছেন আরেক কোহলি অনুরাগী। সিনিয়র দলে শচীনের ১০ ও ধোনি’র ৭ নম্বর জার্সিতে ইতিমধ্যে অবসরে পাঠিয়েছে বোর্ড। বিরাটের জন্যও একই সম্মান বরাদ্দ হোক, চাইছেন ভক্তেরা। তবে যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টাও করেছেন কেউ কেউ। ‘সিনিয়র দলে নয় বরং বৈভব অনুর্দ্ধ-১৯ দলের হয়ে ১৮ নম্বর পরেছে। এতে কোনো সমস্যাই নেই,’ লিখেছেন একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: আইপিএলে ভরাডুবির মাঝে CSK ছাড়ছেন জাদেজা, এই দলের হয়ে করবেন অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *