“বিরাটের জন্য শেষ হয়েছিলো জাহির খানের কেরিয়ার…” ঈশান্ত শর্মার মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেটমহলে !! 1

ভারতীয় ক্রিকেটে ফাস্ট বোলারদের মধ্যে শ্রেষ্ঠতমদের তালিকায় রাখা হয় জাহির খান’কে (Zaheer Khan)। দেশের হয়ে লম্বা কেরিয়ারে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। ২০১৪ অবধি নিরন্তর টিম ইন্ডিয়ার সেবা করে গিয়েছেন। ২০০৩ বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন জাহির (Zaheer Khan)। দুর্ভাগ্যবশত সেইবার ট্রফি না জিতলেও ২০১১ সালে দেশের মাঠে খেতাব জয়ের স্বাদ দেশবাসীকে এনে দিয়েছিলেন তিনি। গোটা টুর্নামেন্ট জুড়েই দারুণ ছন্দে দেখা গিয়েছিলো তাঁকে। ফাইনালেও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছিলেন বাঁ-হাতি পেসার।

আন্তর্জাতিক কেরিয়ারে ৯২টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৩১১টি উইকেট। ওডিআই ক্রিকেটে ২০০ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে জাহিরের (Zaheer Khan) ঝুলিতে জমা পড়েছে ২৮২ উইকেট। ১৭টি টি-২০ ম্যাচও তিনি খেলেছেন ভারতের হয়ে। নিয়েছেন ১৩ উইকেট। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি তিনি খেলেন ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। জাহিরের কেরিয়ারের শেষটা নিয়ে বড় তথ্য ফাঁস করলেন একদা তাঁরই সতীর্থ ঈশান্ত শর্মা (Ishant Sharma)। জাহিরকে বোলিং-এর গুরু মানেন ঈশান্ত। কিছুদিন আগেই জানিয়েছিলেন সেই কথা। বর্তমানে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে গুরু-শিষ্য একই সাথে জিও সিনেমার স্টুডিওতে ধারাভাষ্য দিচ্ছেন। তখনই ঈশান্ত (Ishant Sharma) জানান জাহিরের কেরিয়ার শেষ হওয়ার পিছনে হাত রয়েছে বিরাট কোহলির।

Read More: World Cup 2023: বিশ্বকাপে KL রাহুলের প্রত্যাবর্তনের ফলে ভারতীয় দলে জায়গা হারাতে চলেছেন দুই ক্রিকেটার !!

কোহলির কারণে কেরিয়ারে ইতি জাহিরের-

Zaheer Khan | Image: Getty Images
Zaheer Khan | Image: Getty Images

জাহির খানকে (Zaheer Khan) অত্যন্ত শ্রদ্ধা করেন ঈশান্ত শর্মা। জনপ্রিয় ইউটিউবার রনবীর এলাহাবাদিয়ার পডকাস্টে এসে ঈশান্ত (Ishant Sharma) জানিয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি বোলার জেমস অ্যান্ডারসনের (James Anderson) থেকে দক্ষতার বিচারে তিনি এগিয়ে রাখবেন জাহিরকে। কিভাবে তরুণ ঈশান্তকে নিজের হাতে গড়ে তুলেছিলেন জাহির সেই কথাও জানান তিনি। সম্প্রতি এক চমকপ্রদ পরিসংখ্যান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জাহির (Zaheer Khan) এবং ঈশান্ত, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দুজনের উইকেটের সংখ্যা একেবারে সমান। আরও অবাক করা ব্যাপার হলো হোম এবং অ্যাওয়ে টেস্টেও দুজনের উইকেটের সংখ্যা সমান। আদর্শ গুরু-শিষ্যই বটে, এই পরিসংখ্যান সামনে আসার পর বলছে সমাজমাধ্যম।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্ট ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় ঈশান্ত (Ishant Sharma) তাঁর প্রাক্তন সতীর্থ জাহিরের (Zaheer Khan) শেষ টেস্ট নিয়ে আলোচনা করছিলেন। বলেন, “আমরা নিউজিল্যান্ডে খেলছিলাম। ব্রেন্ডন ম্যাকালাম ৩০০ রান করেছিলো। আমার মনে আছে মধ্যাহ্নভোজের আগে ম্যাকালামের ক্যাচ ফেলে দিয়েছিলো বিরাট কোহলি। তারপর জাহির খানের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলো বিরাট। ওকে চিন্তা করতে বারণ করেছিলো জাহির। এরপর ‘চা পান’-এর বিরতির সময় কোহলি আবার ক্ষমা চায় জাহিরের কাছে। ‘জাক’ ওকে বলে চিন্তা না করতে। এরপর ম্যাচের তৃতীয় দিনে, যখন বিরাট কোহলি জাহির খানের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলো চা পানের বিরতির সময়, ‘জাক’ ওকে বলে, ‘তুই তো আমার কেরিয়ারটাই শেষ করে দিলি’।” টিম ইন্ডিয়ার অন্দরের এই মজার কিসসা বেশ ভাইরাল হয়েছে সমর্থকদের মধ্যে।

ম্যাকালামের ত্রিশতরানে নাজেহাল ভারত-

Brendon McCullum | Zaheer Khan | Image: Getty Images
Brendon McCullum | Image: Getty Images

২০১৪ সালের ওয়েলিংটন টেস্টে শুরুটা ভারত বেশ ভালোই করেছিলো। কিউইদের প্রথম ইনিংসে মাত্র ১৯২ রানে গুটিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। মহম্মদ শামি (Mohammad Shami) ৪ উইকেট পান। ৬ উইকেট পেয়েছিলেন ঈশান্ত শর্মা (Ishant Sharma)। এরপর ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেছিলো টিম ইন্ডিয়া। ৪৩৮ রান স্কোরবোর্ডে যোগ করে তারা। শিখর ধাওয়ান ৯৮ রান করেন, অধিনায়ক ধোনি (MS Dhoni) করেন ৬৮ রান। শতরান করেছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ২৪৬ রানের লিড পেয়েছিলো টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ৯৪ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৫ উইকেঁট ফেলে দিয়ে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। ওয়েলিংটনের মাঠে অবিশ্বাস্য ৩০২ রানের ইনিংস খেলেন তিনি। ৫৫৯ বলের ইনিংসটি সাজানো ছিলো ৩২টি চার এবং ৪টি ছক্কায়। তাঁর ম্যারাথন ইনিংস যেভাবে ভারতীয় বোলারদের হতদ্যম করে দিয়েছিলো জাহির খানের (Zaheer Khan) উক্তিতে সেই অনুভূতিই আসলে প্রকাশ পায়। শেষমেশ অবশ্য ম্যাকালামের (Brendon McCullum) উইকেটটি নিয়েছিলেন জাহিরই। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাতে ধরা পড়েন তিনি। জীবনের শেষ টেস্ট ইনিংসে ৫ উইকেট পান জাহির। নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তুলে ফেলে ৮ উইকেটের বিনিময়ে ৬৮০ রান। তারপর আর জয়ের লক্ষ্যে এগোনোর উপায় ছিলো না ভারতের। ১-০ ফলে সিরিজ জেতে নিউজিল্যান্ড।

Also Read: বিরাট কোহলি অতীত, মহিলা ফ্যানদের ‘ক্রাশ’ এখন জাতীয় দলের এই তরুণ ক্রিকেটার !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *