World Cup 2023: শেষের পথে ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। গতকাল ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে যবনিকা পড়লো বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে। বাকি কেবল দুটি সেমিফাইনাল এবং ফাইনাল। ভারতের মাটিতে জমজমাট প্রতিযোগিতার সাক্ষী থাকার সুযোগ হয়েছে ক্রিকেট অনুরাগীদের। অবিশ্বাস্য ইনিংস যেমন দেখা গিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ক্যুইন্টন ডি কক’দের থেকে, তেমনই বিশ্ব ক্রিকেটের হেভিওয়েটদের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে সকলকে চমকে দিয়েছে নেদারল্যান্ডস বা আফগানিস্তানের মত দল। কোহলি (Virat Kohli), রোহিতদের মত প্রথিতযশা ক্রিকেটাররা আরও একবার প্রমাণ করেছেন কেন তাঁরা বিশ্বের শ্রেষ্ঠতম, আবার রচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদ্রান’রা বুঝিয়েছেন বয়সে তরুণ হলেও বড় আসরে বাকিদের সাথে সমানে সমানে টক্কর দিতে সমস্যা নেই তাঁদের।
লীগ পর্বের শেষে তালিকার শীর্ষে রয়েছে ভারত। নয় ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে তারা। ১৮ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭টি জয় এবং ২টি হার জুটেছে প্রোটিয়াদের ভাগ্যে। তাদের ঝুলিতে ১৪ পয়েন্ট। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। টানা ৭ ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। তাদেরও ঝুলিতে ১৪ পয়েন্ট। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে গিয়েছে নিউজিল্যান্ড। পাঁচ জয় ও চারটি ম্যাচে হেরেছে তারা। ১৫ ও ১৬ তারিখের সেমিফাইনালের আগে বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে একটি একাদশ বানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে স্থান পেয়েছেন বিরাট কোহলি-সহ মোট চার ভারতীয়।
Read More: World Cup 2023: ঘরের মাঠে ঝড় তুললেন KL রাহুল, ব্যাট হাতে গড়লেন এই অনন্য রেকর্ড !!
অধিনায়ক কোহলি, জয়জয়কার ভারতীয় বোলিং-এর-

অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের তরফে বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের সেরা এগারো ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। দুই ওপেনার হিসেবে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner) এবং দক্ষিণ আফ্রিকার ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। অভিজ্ঞ ওয়ার্নার এবারের বিশ্বকাপে করেছেন ৯ ম্যাচে ৪৯৯ রান। ডি কক ৯ ম্যাচে করেছেন ৫৯১ রান। ৪টি শতক রয়েছে তাঁর। তিনে থাকছেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র। ২৩ বর্ষীয় তরুণ রচিন (Rachin Ravindra) চমকে দিয়েছেন সকলকে। ৩টি শতরান-সহ তিনি করেছেন ৯ ম্যাচে ৫৬৫ রান। ২৫ বছরের কমবয়সী হিসেবে বিশ্বকাপের (ICC World Cup) ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন তিনি। ভেঙেছেন শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড। ভারতীয় বংশোদ্ভুত তরুণকে ভবিষ্যতের মহাতারকা বলছেন বিশেষজ্ঞরা।
চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় তারকা। ৯ ম্যাচে করেছেন ৫৯৫ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে তিনি। করেছেন ২টি শতরান এবং ৫টি অর্ধশতক। এক টুর্নামেন্টে ৭ বার পঞ্চাশের গণ্ডী টপকে শচীন ও শাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। সেরা একাদশের অধিনায়ক’ও বেছে নেওয়া হয়েছে তাঁকে। পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (Aiden Markram)। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক হয়েছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ২০১* রানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তাঁকেও রাখা হয়েছে সেরা একাদশে। অজি অলরাউন্ডার থাকছেন ছয়ে। দক্ষিণ আফ্রিকা দলের তৃতীয় সদস্য হিসেবে এরপর থাকছেন মার্কো ইয়ানসেন (Marco Jansen)। ব্যাটে-বলে বিশ্বকাপ মাতিয়েছেন তিনিও।
অষ্টম স্থানে থাকছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দক্ষিণ আফ্রিকার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তাঁর ব্যাটিং, বাম হাতি অফস্পিনের পাশাপাশি জাদেজার ফিল্ডিং-ও তাঁকে বাকিদের থেকে এগিয়ে রেখেছে। বোলিং বিভাগে দাপট ভারতের। দুই ফ্রন্টলাইন পেসার হিসেবে অস্ট্রেলিয়া বোর্ডের বেছে নেওয়া একাদশে স্থান পেয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এখনও অবধি মাত্র ৫ ম্যাচে শামি নিয়েছেন ১৬ উইকেট। বুমরাহ’র ঝুলিতে গিয়েছে ১৭ উইকেট। থাকছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা’ও (Adam Zampa)। ৯ ম্যাচে উইকেট নিয়ে এখনও অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ঝুলিতে ২২ উইকেট। দ্বাদশ ব্যক্তি হিসেবে থাকছেন ২১ উইকেট নেওয়া দিলশান মাদুশাঙ্কা (Dilshan Madushanka)।
World Cup গ্রুপ পর্বের সেরা একাদশ-
ডেভিড ওয়ার্নার, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রচিন রবীন্দ্র, বিরাট কোহলি (অধিনায়ক), এইডেন মার্করাম, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো ইয়ানসেন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, জসপ্রীত বুমরাহ।
দ্বাদশ ব্যক্তি- দিলশান মাদুশাঙ্কা।