Rohit Sharma Birthday: কিভাবে পেলেন 'হিটম্যান' উপাধি, জীবনসঙ্গী রিতিকার সাথে কোথায় প্রথম আলাপ ? জানুন রোহিত শর্মার জীবন কাহিনী !! 1

ভারতীয় দলের অন্যতম সেরা প্লেয়ার হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের এই মহারথী বিগত কয়েক বছর ধরে বেশ ভালো ছন্দে রয়েছেন। ১৯৮৭ সালের ৩০ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহন করেন রোহিত শর্মা। ভারতীয় দলের হয়ে ২০০৭ সালে তার অভিষেক ঘটে, পাশাপাশি, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিরাট কোহলিদের পর ব্যাটসম্যান হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছেন। এমনকি আইপিএলে সবথেকে বেশি ট্রফিও জিতেছেন রোহিত। জেনেনিন রোহিতের জীবন কাহিনী…

বিশ্বকাপ টি-টোয়েন্টিতে পেলেন সুযোগ

Rohit Sharma Birthday: কিভাবে পেলেন 'হিটম্যান' উপাধি, জীবনসঙ্গী রিতিকার সাথে কোথায় প্রথম আলাপ ? জানুন রোহিত শর্মার জীবন কাহিনী !! 2
Rohit Sharma made his debut in 2007 T20 world cup

ভারতীয় দলের হয়ে ২০০৭ সালে প্রথম খেলার সুযোগ পান রোহিত শর্মা। ভারতের জার্সিতে অভিষেক করেন এক ট্যালেন্টেড ব্যাটসম্যান। প্রথম খেলায় তিনি দেখান কেন তিনি দলে পেয়েছেন সুযোগ। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান ও করেন। ৩ ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পান এবং করেন ৮৮ রান ও স্ট্রাইক রেট ছিল ১৪৪।

আইপিএলে নিজেকে মেলে ধরেন রোহিত

Rohit Sharma 2009 IPL
Rohit Sharma in IPL 2009

২০০৯ সালের আইপিএলে বেশ অসাধারণ ফর্মে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। ওই আইপিএলে তিনি হয়েছিলেন সেরা যুব প্লেয়ার। ১৫ ম্যাচে ৩৫৩ রান করেন এবং ২২ টি চার ও ১৮ টি ছক্কা হাঁকান। পাশাপশি ১১ টি উইকেট নিয়েছেন এবং তার বর্তমান টিম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক ও নিয়েছিলেন।

তার স্ত্রী রিতিকার সঙ্গে সাক্ষাৎ হয় রোহিতের

Rohit rittika
Rohit Sharma met with his wife Ritika Sajdeh

রোহিত শর্মা এবং রিতিকা সাজদেহর দেখা হয় যখন রিতিকা একজন স্পোর্টস ম্যানেজার ছিলেন যিনি ক্রিকেটারদের পরিচালনা করতেন এবং রোহিত শর্মাও তার তালিকার একটি অংশ ছিলেন।রোহিত এবং রিতিকা কাজের জন্য অনেক সময় দেখা করতেন। এই সব সময়, তারা ভাল বন্ধু হয়ে ওঠে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে এবং তারা একে অপরের প্রেমে পড়ে যায়। দীর্ঘ ছয় বছর তারা ডেট করেছে। ২০১৫ সালে বিবাহ করেন রোহিত ও রিতিকা।

অধিনায়ক হিসেবে কাপ জেতেন রোহিত

Rohit ipl
1st IPL tophy as a captain for Rohit Sharma

২০১৩ সালে অধিনায়ক হিসাবে রোহিতকে মুম্বই দলকে নেতৃত্ব দিতে দেখা যায়। ২০১৩ সালে রোহিতের ক্যারিয়ারে ঘটে অনেক পরিবর্তন। ঐবচর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং করার সুযোগ পান রোহিত।ওই বছরেই মুম্বইকে প্রথম ট্রফি এনে দেন রোহিত তারপর ২০১৫ সালে, ২০১৭, ২০১৯,২০২০ সালে মোট ৫ বার মুম্বইকে ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা। আইপিএল ইতিহাসে তিনি সবথেকে সফল ক্যাপ্টেন।

২০১৩ সালে ঘুরে দাঁড়ান রোহিত

Rohit 2013
1st 200 of Rohit Sharma in 2013

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে দলের হয়ে ওপেনিং করার সুযোগ পান রোহিত। প্রথম বার ওপেনিং করতে এসে নজর করেন রোহিত শর্মা। ভারতীয় দলের হয়ে অন্যতম সেরা ওপেনার হয়ে ওঠেন। আপাতত দেশের হয়ে ওডিআই ফরম্যাটে ২৪৩ টি ওডিআই ম্যাচে ৯৮২৫ রান করেছেন ও তার ঝুলিতে আছে ৩০ টি শতরান ও ৪৮ টি অর্ধশতরান। শুধু তাই নয় ক্যারিয়ারের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৩ টি দ্বিশতরান করেছেন হিটম্যান।

২০১৯ সালে বিশ্বকাপে রাজত্ব করেন রোহিত

Rohit Sharma 2019 World Cup
Rohit Sharma 2019 World Cup

২০১৯ সালের বিশ্বকাপে রাজত্ব করেন রোহিত। ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান বিশ্বকাপে দলের হয়ে সর্বাধিক নয় সর্বকালের বিশ্বকাপের কথা ধরলে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন । টুর্নামেন্ট জুড়ে ৫ টি শতরান সহ ৮১ গড়ে ৬৪৮ রান করেছিলেন। পাশাপশি ওডিআই ফরম্যাটের পর টেস্ট সিরিজের

২০২২ সালে জাতীয় দলের অধিনায়ক হলেন রোহিত

২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি (Virat Kohli) দলের হয়ে অধিনায়কত্ব ছেড়ে দিলে দলের হয়ে অধিনায়কত্ব করার সুযোগ পান রোহিত শর্মা (Rohit Sharma)। পাশাপশি ২০২২ সালে তার অধিনায়কত্বে ভারতীয় দল সেমি ফাইনালে পৌঁছায় তবে ইংল্যান্ডের সামনে জিততে ব্যার্থ হয় দল।

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল পৌঁছে গেল WTC-র ফাইনালে

Rohit Sharma
Rohit Sharma will lead team India in WTC 2023 final

অধিনায়ককে হিসাবে বেশ সফল রোহিত, তার নেতৃত্বে ভারতীয় দল ২০১৬ সালের এশিয়া কাপ ও খেলেছিল এবং জিতেও ছিল। রোহিতের অধিনায়কত্বে এবছর WTC ফাইনালে খেলার পেয়েছে টিম ইন্ডিয়া। আগামী জুন মাসেই হবে এই টুর্নামেন্টে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *