বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা প্রতিভা হলেন শুভমান গিল (Shubman Gill)। ২০২৩ সালে বেশ দারুন ছন্দে রয়েছেন গিল। এশিয়া কাপ ও বিশ্বকাপ (WC 2023) জয় এবছর গিলের উপরেই ভরসা করে রয়েছে। যদিও অনেক আগেই ক্রিকেটে অভিষেক করেছেন গিল তবে সম্প্রতি তার ব্যাট থেকে রানের বন্যা দেখা যাচ্ছে। কিন্তু, ভারতীয় দলের এই তরুণ ব্যাটসম্যানের কঠিন সময়ে পাশে পেয়েছে তার দিদি শেহনীল গিলকে। সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় থাকেন শেহনীল।
সমাজমাধ্যমে শুভমন গিলের পাশাপাশি জনপ্রিয় তাঁর বোনও। প্রথমে শুভমানের দিদি হিসেবে তিনি পরিচিতি পান। পরে ধীরে ধীরে নিজের পরিচিতি বাড়িয়ে তোলেন তিনি। ফলে এখন তিনি একজন বেশ চর্চিত নাম। তাঁর পোস্ট বেশিরভাগ সময় ট্রেন্ডিংয়ে থাকে। তিনি যেভাবে পরিবারের সঙ্গে সময় কাটান, সেভাবে নিজের ব্যক্তিগত জীবন, বন্ধুদের সঙ্গেও সময় কাটান। সব মিলিয়ে হাসিখুশি জীবন কাটান শেহনিল গিল। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে শুভমানের হয়ে পোস্টও করেন। দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং লক্ষ্য করা যায়। কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অধিনায়ক নীতিশ রানার (Nitish Rana) পত্নী সাচী মারওয়ার বেশ ঘনিষ্ট বন্ধু তিনি।
Read More: আনুশকা শর্মার সাথে প্রতারণা করেছেন বিরাট কোহলি, শুরু করলেন তামান্না ভাটিয়ার সাথে ফ্লার্ট, ভাইরাল হলো ভিডিও !!
সোশ্যাল মিডিয়ায় সমস্যার সম্মুখীন হন শেহনীল
তবে, আইপিএলের মাঝেই বেশ সমস্যার মুখে পড়েছিলেন গিলের দিদি। আসলে, আইপিএলের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি গুজরাত ও ব্যাঙ্গালুরু মুখোমুখি হয়েছিল। যে ম্যাচটি জিতলে ব্যাঙ্গালুরু সরাসরি কোয়ালিফাই করতো প্লে অফের জন্য। কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হল, তার অন্যতম কারণ ছিল শুভমান গিলের (Shubman Gill) ব্যাটিং। ৫ টি চার এবং ৮ টি ছক্কায় সাজানো ৫২ বলে ১০৪* রানের ইনিংস খেলে গুজরাতকে ম্যাচ জিতিয়ে দেন তিনি। যে কারণেই ভক্তরা সমস্ত রাগ উগরে দেয় গিল এবং তার পরিবারের উপরে। গিলের খেলা ইনিংসের জন্য তার দিদি শেহনীলকে তীব্র ভাষায় গালিগালাজ করেন RCB’ ভক্তরা। পাশাপাশি রিঙ্কু সিং (Rinku Singh) ও শেহনীলের গুঞ্জন ও শোনা গিয়েছিল একসময়। আসলে, আইপিএলের পর মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন রিঙ্কু, ঠিক তখন ই শার্টলেস অবস্থায় ফটো দেন রিঙ্কু এবং তাতে শেহনীল গিলের কমেন্ট নেটপড়ায় চর্চায় পরিণত হয়।
শুভমান গিলের ক্যারিয়ার
অন্যদিকে শুভমান গিলের কথা বলতে গেলে, ২০২৩ সালে একেবারে কামাল করেছেন গিল। যদিও চলতি উইন্ডিজ সিরিজে ফর্মের সঙ্গে লড়াই করছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার ব্যাটসম্যান। ভারতীয় দলের হয়ে ১৮ টেস্টে ৩২.৩ গড়ে ৯৬৬ রান করেছেন তিনি। পাশাপাশি ২৭ ওডিআই ম্যাচে ৬২.৪৮ গড়ে ১৪৩৭ রান বানিয়েছেন ও ৯ টি টোয়েন্টি ম্যাচে ২৭.২৫ গড়ে ২১৮ রান বানিয়েছেন।