কে এই শচীন তেন্ডুলকারের পূত্রবধূ সানিয়া? জানুন তার আসল পরিচয় !! 1

ক্রিকেটারদের বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের ঘটনা সবসময়ই ক্রিকেট মহলে আলোচনা থাকে। অনেক তারকা ক্রিকেটার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ করে থাকেন। আবার অনেকেই সকলের আড়ালে শুধুমাত্র পরিবারের কিছু প্রিয়জনকে নিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। তবে মিডিয়ায় নজর এড়িয়ে চলা অনেক সময় সম্ভব হয়।‌ বুধবার কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) ঘনিষ্ঠ কিছু পারিবারিক সদস্যদের নিয়ে সানিয়া চন্দোকের (Saaniya Chandhok) সাথে বাগদান সম্পন্ন করেন। জেনে নেওয়া যাক এই সানিয়া চন্দোকের আসল পরিচয়।

Read More: ‘প্রিয়’ ফর্ম্যাটে ফিরলেন পৃথ্বী শ, এশিয়া কাপের আগেই শুরু করলেন অনুশীলন !!

কে এই সানিয়া চন্দোক-

কে এই শচীন তেন্ডুলকারের পূত্রবধূ সানিয়া? জানুন তার আসল পরিচয় !! 2
Saaniya Chandhok and Sara Tendulkar | Images: Instagram

শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) বাবার জন্য পরিচিত হলেও তিনি নিজে আলাদাভাবে একজন ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছেন। ১৩ আগস্ট অর্জুন সানিয়া চন্দোকের (Saaniya Chandhok) সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন করার পর ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। সানিয়া চন্দোক (Saaniya Chandhok) হলেন বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের (Ravi Ghai) নাতনি। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বাইয়ের ঘাই পরিবার অত্যন্ত জনপ্রিয় মুখ।

ঘাই পারিবার হলো ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক। পরিবারের ছত্র ছায়ার মধ্যে নিজেও উদ্যোক্তা হিসাবে সানিয়া নিজের পথ তৈরি করেছেন। মুম্বাইয়ে পশু চিকিৎসা কেন্দ্রের কর্ণধার তিনি। নিজেও পশু চিকিৎসা করে শচীন তেন্ডুলকারের পুত্রবধূ। পোষ্য প্রাণীর যত্নের বিষয়ে এই সেন্টার একাধিক সুবিধা দিয়ে থাকে। তবে সোশ্যাল মিডিয়ায় খুব একটা পরিচিত মুখ নন সানিয়া (Saaniya Chandhok)। তার ইন্সটাগ্রামে মোট ৮০৩ জন ফলোয়ার রয়েছে এবং সেটি প্রাইভেট করা আছে।

অর্জুনের যাত্রাপথ-

কে এই শচীন তেন্ডুলকারের পূত্রবধূ সানিয়া? জানুন তার আসল পরিচয় !! 3
Arjun Tendulkar | Images: Getty Images

বাবার মতো শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই নয় একজন সফল বোলার হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চাইছেন অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar)। তিনি একজন বাঁ-হাতি পেস বোলার। ২০২২ সালে গোয়ার হয়ে প্রথম অরুণাচলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নেমেছিলেন অর্জুন। এখনও পর্যন্ত এই তারকা প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ ম্যাচে ৩৫ টি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে মোট ৫৩২ রান সংগ্রহ করেছেন।

আইপিএলে ২০২১ সাল থেকে অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) গুরুত্বপূর্ণ সদস্য। তিনি এখনও পর্যন্ত এই দলের হয়ে মোট ৫ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। সংগ্রহ করেছেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে এখনও ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করতে না পারায় জাতীয় দলে ডাক পাননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তবে তিনি সবরকমভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন।

Read Also: প্রেমের পিচে সেঞ্চুরি! ছোটবেলার বান্ধবীর সাথে বাগদান সারলেন অর্জুন তেন্ডুলকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *