TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 1

৭) হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা-

TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 2
Hardik Pandya and Mahika Sharma | Image: Twitter

ভারতের অন্যতম তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার‌ও (Hardik Pandya) সাম্প্রতিক সময় বিবাহ বিচ্ছেদ হয়েছে। তারপর তার সঙ্গে একাধিক মহিলার নাম জড়িয়েছিল। সাম্প্রতিক সময় এই তারকার নতুন গার্লফ্রেন্ড হিসেবে মাহিকা শর্মা (Mahika Sharma) চর্চায় উঠে এসেছেন। মাহিকা একজন প্রফেশনাল মডেল হিসাবে ‌জনপ্রিয়তা তৈরি করার চেষ্টা করছেন। এছাড়াও তাকে বিভিন্ন মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *