৬) যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ-

যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিবাহ বিচ্ছেদের ঘটনা এই বছর ক্রিকেট মহলে আলোচনায় উঠে এসেছিল। এরপর ভারতীয় এই তারকা স্পিনার আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। তারা একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে ভারতীয় দলের ম্যাচে দর্শক আসনে উপস্থিত ছিলেন। তখন থেকেই জল্পনা শুরু হয়। মাহভাশ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।