TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 1

৫) যশস্বী জয়সওয়াল ও ম্যাডি হ্যামিল্টন-

ind-vs-eng-jaiswal-rumored-girlfriend-viral-on-x
Yashasvi Jaiswal and Maddie Hamilton | Image: Twitter

ভারতীয় টেস্ট দলের অন্যতম ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই তরুণ তারকাকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন গত বছর ম্যাডি হ্যামিল্টনকে (Maddie Hamilton) ভারতীয় জার্সি পরে সমর্থন করতে দেখা গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাসিন্দা সম্প্রতি নিউট্রেশন নিয়ে পড়াশোনা শেষ করেছেন। ম্যাডির বর্তমান বয়স ২৩ বছর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *