TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 1

২) ঈশান কিষাণ ও অদিতি হুন্ডিয়া-

TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 2
Ishan Kishan and Aditi Hundia | Image: Twitter

ভারতীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে ঈশান কিষাণ (Ishan Kishan) অন্যতম জনপ্রিয় মুখ। তার সঙ্গে অদিতি হুন্ডিয়ার (Aditi Hundia) প্রেমের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। ২০১৯ আইপিএলে স্টেডিয়ামে উপস্থিত থেকে অদিতিকে ঈশান কিষাণকে সমর্থন করতে দেখা গিয়েছিল। এই তারকা ক্রিকেটারের গার্লফেন্ড জয়পুরের বাসিন্দা হলেও বর্তমানে মুম্বাইয়ে মডেল হিসাবে পরিচিতি তৈরি করার চেষ্টা করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *