TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 1

১) ঋষভ পান্থ ও ইশা নেগি-

TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 2
Rishabh Pant and Isha Negi | Image: Twitter

ভারতের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পান্থ (Rishabh Pant) নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। এই তারকা ক্রিকেটারের সঙ্গে ইশা নেগির (Isha Negi) দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী তাদের সম্পর্ক ২০১৫ সালে কলেজ থেকে শুরু হয়। ইনস্টাগ্রামে ঋষভ পান্থ তার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে বিষয়টি কার্যত কনফার্ম করেছেন। ইশা নেগি একজন ইন্টিরিয়র ডিজাইনার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *