TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 1

১০) শুভমান গিল ও সারা তেন্ডুলকার-

TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !! 2
Shubman Gill and Sara Tendulkar | Image: Twitter

বর্তমানে ভারতীয় ওডিআই এবং টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। এই তরুণ তারকার সঙ্গে সচিন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) সম্পর্ক রয়েছে বলে বহুদিন ধরে আলোচনা চলছে। সাম্প্রতিক সময় ইংল্যান্ড সফরে একটি অনুষ্ঠানে তাদের দুজনকে কাছাকাছি আসতে দেখা গিয়েছিল। তবে দুজনেই অফিশিয়ালি কিছু জানাননি। সারা তেন্ডুলকার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতি।

Read Also: রোহিত-বিরাটকে নিয়ে চুপ সেহবাগ-শচীন-যুবরাজ, ভারতীয় ক্রিকেটের রাজনীতি এখন প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *