জানেন কে এই হার্দিকের নতুন প্রেমিকা? তারকা অলরাউন্ডারের আগেও জড়িয়ে ছিলেন তিনি সম্পর্কে !! 1

ভারতীয় ক্রিকেটে বর্তমানে একাধিক ব্যক্তিত্ব রয়েছেন যারা ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সংবাদের শিরোনামে উঠে আসেন। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) জীবনে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিক সময় তার বিবাহ বিচ্ছেদের খবর চর্চায় ছিল। জীবনের এই বড়ো সমস্যা থেকে নিজেকে ফিরিয়ে এনে আবারও মাঠে ফিরেছেন তিনি। আজ হার্দিক ৩২ বছর বয়সে পা দিলেন। এর মধ্যেই তার নতুন প্রেমিকার ছবি সামনে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কে এই তারকা ক্রিকেটারের প্রেমিকা এবং তার প্রাক্তন প্রেমিকের বিষয়ে জেনে নেওয়া যাক।

Read More: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে নতুন অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব পেলেন ঋষভ পন্থ !!

আবারও নতুন সম্পর্কে হার্দিক-

জানেন কে এই হার্দিকের নতুন প্রেমিকা? তারকা অলরাউন্ডারের আগেও জড়িয়ে ছিলেন তিনি সম্পর্কে !! 2
Hardik Pandya and Mahika Sharma | Images: Instagram

এশিয়া কাপে (Asia Cup 2025) হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর বর্তমানে ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন। আসন্ন অস্ট্রেলিয়ার (India vs Australia Series) সফরেও এই কারণে তিনি জায়গা পাননি। এর মধ্যেই শুক্রবার মুম্বাই এয়ারপোর্টে এক রহস্যময়ী নারীর সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়। এর পরেই সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের আবহে হইচই ফেলে দিয়েছেন এই তারকা অলরাউন্ডার। হার্দিকের নতুন প্রেমিকা না হলেন মাহিকা শর্মা (Mahika Sharma)।

মাহিকা একজন প্রফেশনাল মডেল। বর্তমানে শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন। বিনোদন জগতে পা রাখার আগে অর্থনীতিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন তিনি। জন্মসূত্রে দিল্লির এই মডেলের ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে এক লক্ষ্যের ওপর। তবে হার্দিকের সঙ্গে তার সম্পর্কের খবর সামনে আসার পর এই সংখ্যাটির দ্রুত পরিবর্তন ঘটছে।

আগেও সম্পর্কে জড়িয়েছেন মাহিকা-

জানেন কে এই হার্দিকের নতুন প্রেমিকা? তারকা অলরাউন্ডারের আগেও জড়িয়ে ছিলেন তিনি সম্পর্কে !! 3
Hardik Pandya and Mahika Sharma | Images: Instagram

মাহিকা শর্মার বর্তমান বয়স মাত্র ২৪ বছর। ফলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে তার বয়সের ব্যবধান অনেকটাই। এই বিষয়টি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। তবে অল্প বয়সেই মডেল জগতের তারকা ডিজাইনার মণিশ মালহোত্রা, অনিতা ডোঙ্গরে এবং তরুণ ভাহিলিয়ানির হয়েও র‌্যাম্পে হেঁটেছেন। এই বছর এশিয়া কাপের সময় ভারত বনাম পাকিস্তান ম্যাচে মাহিকাকে স্টেডিয়ামে উপস্থিত থেকে ভারতীয় দলকে সমর্থন করতে দেখা গিয়েছিল।

এরপরই জল্পনার সুত্রপাত ঘটে। সূত্র অনুযায়ী এর আগে এক জনপ্রিয় তারকা ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন হার্দিকের নতুন প্রেমিকা। তবে এই বিষয়ে খুব বেশি কিছু সামনে আসেনি। অন্যদিকে এই ভারতীয় তারকা অলরাউন্ডার নাতাশা স্ট্যানকোভিচের (Natasha Stankovic) সঙ্গে বিবাহ বিচ্ছেদের জেসমিন ওয়ালিয়ার (Jasmin Walia) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে খবর সামনে এসেছিল। জেসমিন একজন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা এবং অভিনেত্রী।

Read Also: রোহিত-বিরাট অবসর নিতেই মাঠে মারা যাচ্ছে BCCI, হচ্ছে কোটি কোটি টাকার লোকসান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *