বন্ধুর বোনের প্রেমে মোজেছেন এই তারকা ক্রিকেটার, এক অজানা প্রেমের গল্প এলো প্রকাশ্যে !! 1

ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সামনে সহজে উঠে আসে। বিশেষ করে এই তারকাদের প্রেমের সম্পর্ক নিয়ে নেটিজেনরা বিশেষ আগ্রহ প্রকাশ করে থাকেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) থেকে বিরাট কোহলির (Virat Kohli) প্রেমের সম্পর্ক এক আলাদা দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের‌ও (Ajinkya Rahane) ব্যক্তিগত জীবনে সুন্দর এক প্রেমের অধ্যায় রয়েছে। সেই গল্প‌ই আজ এখানে তুলে ধরা হলো।

Read More: ভরণপোষণ থেকে শুরু করে বেলাগাম খরচ, পাকিস্তানি বোর্ড প্রধানের নামে উঠলো গুরুতর অভিযোগ !!

রাহানের অজানা প্রেমের গল্প-

বন্ধুর বোনের প্রেমে মোজেছেন এই তারকা ক্রিকেটার, এক অজানা প্রেমের গল্প এলো প্রকাশ্যে !! 2
Ajinkya Rahane and Radhika Dhopavakr | Images: Instagram

আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ভারতের অন্যতম অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান। তিনি জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাহানের (Ajinkya Rahane) সঙ্গে রাধিকা ধোপাভকরের (Radhika Dhopavakr) প্রেমের গল্প সত্যিই ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে যায়। রাধিকা ছিলেন রাহানের বোনের শৈশবের বন্ধু। ফলে ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনতেন। দুজনেই মুম্বাইয়ের মুলুন্ডে এক‌ই এলাকায় বড়ো হয়ে ওঠেন। নিয়মিত তাদের স্কুলে এবং বাড়িতে দেখা-সাক্ষাৎ হতো। ২০০৭ সালে রাহানে (Ajinkya Rahane) এবং রাধিকার বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।

এই সময় তারা এক‌ই কলেজে একসাথে পড়াশোনা করতেন। ফলে একসাথে সময় কাটানোর তারা অনেক সময় পেতেন। ৭ বছর প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং রাধিকা ধোপাভকর (Radhika Dhopavakr)। ২০১৪ সালে ২৬ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতেই তারকা ব্যাটসম্যান বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে একাধিক জনপ্রিয় ক্রিকেটার উপস্থিত ছিলেন। ১,৫০০ বেশি অতিথির সমাগম ঘটেছিল বিয়েতে। সবচেয়ে মজার বিষয় যে রাহানে টি-শার্ট এবং জিন্স পরে বিয়ের মন্ডপে উপস্থিত হয়েছিলেন। তবে পরে বিবাহ পোশাক পরেই বিয়ে সম্পন্ন করেন। উল্লেখ্য বর্তমানে রাহানে (Ajinkya Rahane) এবং রাধিকার (Radhika Dhopavakr) একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে।

জাতীয় দলে ফিরতে চান রাহানে-

বন্ধুর বোনের প্রেমে মোজেছেন এই তারকা ক্রিকেটার, এক অজানা প্রেমের গল্প এলো প্রকাশ্যে !! 3
Ajinkya Rahane | Images: Getty Images

ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে বর্তমানে ৫ ম্যাচের সিরিজে অংশগ্রহণ করছে। এই সিরিজের তৃতীয় ম্যাচ দেখতে লর্ডসে পৌঁছে গিয়েছিলেন আজিঙ্কা রাহানে‌‌ (Ajinkya Rahane)। সেই সময় তিনি আবারও জাতীয় দলে ফিরে আসার বিষয়ে আশা প্রকাশ করেন। এক সাক্ষাৎকারে এই তারকা ব্যাটসম্যান বলেন, “এখনও আমি টেস্ট খেলা চালিয়ে যেতে চাই। টেস্ট ক্রিকেট আমার এখনও খুব প্রিয়। সত্যি কথা বলতে আমি নির্বাচকদের সাথে যোগাযোগ করেও কোন‌ও সাড়া পাইনি।

আমি শুধুমাত্র খেলা চালিয়ে যেতে পারি। এর বেশি কিছু আমার করার নেই। টেস্ট ক্রিকেট আমার কাছে একটি আবেগের বিষয়।” উল্লেখ্য এখনও পর্যন্ত ভারতের হয়ে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ৪৫ ম্যাচে ৫০৭৭ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এই ফরম্যাটে এসেছে ১২ টি শতরান। রাহানে শেষ ভারতের হয়ে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

Read Also: দুঃস্বপ্ন কাটছে না মহম্মদ সিরাজের, চতুর্থ টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *