ভারতীয় তরুণ ক্রিকেটারদের উত্থান দেশকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। সাম্প্রতিক সময় ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই নতুন প্রতিভাবান ক্রিকেটারদের ভরসা করছেন। আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য প্রকাশিত ভারতীয় দলে অসংখ্য নতুন প্রজন্মের ক্রিকেটারদের অভিজ্ঞ তারকাদের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। কুড়ি ওভারের ক্রিকেটে বিশেষ করে সাম্প্রতিক সময় অভিষেক শর্মা (Abhishek Sharma) নিজের জায়গা করে নিয়েছেন। এবার ২৫ বছর বয়সী এই তারকার প্রেমিকা আলোচনায় উঠে এলেন।
Read More: এশিয়া কাপের আগেই গুরুতর আহত তারকা ওপেনার, ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ !!
প্রকাশ্যে অভিষেকের প্রেমিকা-

বিধ্বংসী ব্যাটসম্যান হিসাবে ক্রিকেট মাঠে মাঝেমধ্যেই আলোচনায় থাকেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এবার মাঠের বাইরে তার প্রেমের কাহিনী চর্চায় উঠে এলো। এই তারকা ব্যাটসম্যানের প্রেমিকার নাম সরাসরি বলিউডের সঙ্গে জড়িত না হলেও রূপের দিক থেকে জনপ্রিয় নায়িকাদের পিছনে ফেলতে পারেন। অনুষ্কা শর্মা (Anuska Sharma), সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) গ্লামারকেও ছাপিয়ে ক্রিকেট মহলে চর্চায় উঠে এসেছেন লায়লা ফয়সল (Laila Faisal)।
লায়লা রুহি ফয়সাল কাশ্মীরের একটি সুপরিচিত ব্যবসায়িক পরিবার থেকে বড়ো হয়ে উঠেছেন। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে তিনি পা রেখেছেন ফ্যাশন ডিজাইনিং ব্যবসায়। ২০২২ সালে ‘লায়লা রুহি ফয়সাল ডিজাইন’ নামে একটি ব্রান্ডের আত্মপ্রকাশ পর্যন্ত করেছেন। অভিষেক (Abhishek Sharma) এবং লায়লাকে সাম্প্রতিক সময়ে নয়া দিল্লি এবং মুম্বাইয়ের একাধিক অনুষ্ঠানে দেখা গেছে। তারপরই ক্রিকেট মহলে এই জুটিকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। গত বছর তারা এনগেজমেন্ট পর্বও নাকি সম্পন্ন করে ফেলেছেন বলে খবর সামনে এসেছিল।
এশিয়া কাপে অভিষেক-

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ভারতীয় দল শেষ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল। ৫ ম্যাচের ২০ ওভারের এই সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ৫ ম্যাচে ২৭৯ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এরপর এই বছর আইপিএলেও (IPL 2025) এই তরুণ ব্যাটসম্যান একটি দুরন্ত শতরান হাঁকিয়ে আবারও আলোচনায় উঠে আসেন। বর্তমানে অভিষেক আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন।
ফলে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) তাকে ভারতীয় দলের ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি আলোচনার মধ্যমণি হতে পারেন। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকার পর আবারও ২০ ওভারের ক্রিকেটে কামব্যাক করেছেন।