top-5-targets-for-dc-in-ipl-auction
DC vs LSG | Image: Getty Images

IPL 2025: এগিয়ে আসছে আইপিএল (IPL)। বিসিসিআই সূত্রে খবর যে ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা। অষ্টাদশতম মরসুমের প্রস্তুতি বেশ কিছুদিন আগে থেকেই শুরু করে দিয়েছে টুর্নামেন্টের দশ দল’ই। অক্টোবরের শেষে রিটেনশন ও রিলিজ তালিকা প্রকাশ করেছিলো তারা। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ জেড্ডার মেগা নিলামে সম্পূর্ণ করেছে দলগঠন’ও। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজিতে খালি ছিলো অধিনায়কের আসন। একে একে নতুন নেতার নাম ঘোষণা করা শুরু করেছে তারা। পাঞ্জাব কিংসের (PBKS) নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), লক্ষ্ণৌর হটসিটে বসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দিনদুয়েক আগে নয়া ‘ক্যাপ্টেন’-কে সামনে এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মধ্যপ্রদেশের রজত পাটিদারকে দায়িত্ব দিয়েছে তারা। এবার পালা দিল্লী ক্যাপিটালসের (DC)। সূত্রের খবর যে ইতিমধ্যেই নেতৃত্ব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কর্মকর্তারা। অপেক্ষা কেবল সরকারী ঘোষণার।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপাকে টিম ইন্ডিয়া, গুরুতর অসুস্থ হলেন ঋষভ পন্থের ঘনিষ্ঠ বন্ধু !!

দায়িত্ব পাচ্ছেন রাহুল, ডেপুটি অক্ষর-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

১৪ কোটি টাকার বিনিময়ে মেগা নিলাম থেকে কে এল রাহুলকে (KL Rahul) দলে সামিল করেছেন দিল্লী ক্যাপিটালস (DC)  কর্মকর্তারা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে আসন্ন মরসুমে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে দেখা যাবে কর্ণাটকের ক্রিকেটারকেই। আইপিএলের আসরে নেতৃত্বের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে রাহুলের (KL Rahul)। এর আগে পাঞ্জাব কিংসের দায়িত্ব সামলেছেন তিনি। ২০২২ থেকে ২০২৪ সালে ছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসেরও অধিনায়ক। এমনকি জাতীয় দলের নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত দু’টি মরসুম বিশেষ ভালো কাটে নি রাহুলের। ২০২৩ আইপিএলের (IPL) মাঝপথে ছিটকে যেতে হয়েছিলো চোটের কারণে। ২০২৪-এ লক্ষ্ণৌ (LSG) থিঙ্কট্যাঙ্কের সাথে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছিলো, যার প্রতিফলন দেখা গিয়েছিলো মাঠের পারফর্ম্যান্সেও। এবার নতুন দলের হয়ে সেরাটা দিতে মুখিয়ে থাকবেন তিনি।

গত দুই-তিন মরসুমে দিল্লী ক্যাপিটালসের (DC) জার্সিতে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ২০২২-এর আইপিএলে (IPL) তাঁর ব্যাটিং গড় ছিলো ৪৬-এর কাছাকাছি। ২০২৩ ও ২০২৪-এও তা ঘোরাফেরা করেছে ৩০’এর আশেপাশে। লোয়ার অর্ডারে নেমে বারবার দলের ত্রাতা হয়ে উঠেছেন তিনি। এছাড়া নজর কেড়েছে তাঁর নিয়ন্ত্রিত বোলিং-ও। নতুন বল হাতে পাওয়ার-প্লে’তে প্রায়শই হাত ঘুরিয়েছেন তিনি। এমনকি ডেথ ওভারেও বোলিং করেছেন বাম হাতি অফস্পিনার। কিন্তু ২০২২ থেকে ২০২৪-এর মধ্যে তাঁর ইকোনমি রেট থেকে ৮-এর নীচে। মোট ২৮টি উইকেটও নিয়েছেন অক্ষর (Axar Patel)। ভালো পারফর্ম্যান্সের পুরষ্কার পাচ্ছেন তিনি। বহাল থাকছেন দিল্লীর সহ-অধিনায়ক পদে। রাহুলের (KL Rahul) ডেপুটি হিসেবে অক্ষরকেই (Axar Patel) বেছে নিয়েছেন কিরণ কুমার গ্রান্ধী, পার্থ জিন্দলরা, জানাচ্ছে ফ্র্যাঞ্চাইজি সূত্র।

দিল্লী ছেড়ে লক্ষ্ণৌর নেতা ঋষভ পন্থ-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

২০২২ থেকে দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। কিন্তু গত কয়েক মাসে ‘ঘরের ছেলে’র সাথে সম্পর্কের অবনতি হয়েছিলো কর্মকর্তাদের। যার ফলে নিজে থেকেই রিলিজ চেয়ে নেন ঋষভ (Rishabh Pant)। জেড্ডার আইপিএল (IPL) নিলামে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়ে যে দড়ি-টানাটানি চলবে তা আশা করাই গিয়েছিলো। বাস্তবেও দেখা যায় সেই চিত্রই। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ত্রিমুখী লড়াই চলে দীর্ঘক্ষণ। এক সময় ঋষভকে ফিরে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছিলো দিল্লীও। দিয়েছিলো আরটিএম ব্যবহারের প্রস্তাব। কিন্তু পরে পিছিয়ে আসে তারা। ২৭ কোটি টাকার রেকর্ড মূল্যে শেষমেশ বাজিমাত করে লক্ষ্ণৌ। দিনকয়েক আগে ফ্র্যাঞ্চাইজির নয়া অধিনায়ক হিসেবে ঋষভের (Rishabh Pant) নাম ঘোষণা করেছেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

Also Read: IPL 2025: “আমার নেতৃত্বের ধরণ আলাদা…” দায়িত্ব পেয়েই হুঙ্কার রজত পাটিদারের, ট্রফি জয়ের স্বপ্ন দেখালেন সমর্থকদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *