kl-rahul-to-get-vice-captaincy-in-bgt

চলতি বছরের গোড়ার দিকে হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। ছিটকে যান কর্ণাটকের ক্রিকেটার। তাঁর শূন্যস্থান পূরণ করার দায়িত্ব চাপে তরুণ সরফরাজ খানের কাঁধে। এরপর লম্বা সময় টেস্ট খেলে নি টিম ইন্ডিয়া (Team India)। লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিলো রাহুলকেও। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় একাদশ ঘোষণার আগে ক্রিকেট বিশেষজ্ঞরা দুইভাবে বিভক্ত হয়ে পড়েছিলেন। কেউ কেউ চাইছিলেন তরুণ সরফরাজকে (Sarfaraz Khan) ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে জায়গা দেওয়া হোক। আবার অন্য পক্ষ সওয়াল করেছিলেন কে এল রাহুলের হয়ে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য দ্বিতীয় পক্ষের মতকেই সমর্থন করে। চেন্নাই ও কানপুরে কে এল রাহুলকেই (KL Rahul) প্রথম একাদশে জায়গা দেওয়া হয়।

Read More: রাজস্থানের নেতৃত্ব হারাচ্ছেন সঞ্জু স্যামসন, তারকা অলরাউন্ডারের হাতে দেওয়া হচ্ছে দায়িত্ব !!

বাংলাদেশের বিপক্ষে রান পেয়েছেন রাহুল-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ের চেপক টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে খানিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। মাত্র ১৬ রান করে আউট হয়েছিলেন মেহদী হাসান মিরাজের বলে। তবে সেই ব্যর্থতা যে সাময়িক তার প্রমাণ মিলেছিলো দ্বিতীয় ইনিংসে। ভারত যখন ডিক্লেয়ার করে তখন তাঁর রান ছিলো ১৯ বলে ২২*। সাবলীল ভঙ্গিতে সেদিন ব্যাটিং করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে রাহুলকে পাওয়া গেলো সেরা ছন্দে। বৃষ্টিভেজা টেস্ট ম্যাচে দ্রুত রান তুলে জয়ের লক্ষ্য ঝাঁপানোর স্ট্র্যটেজি নিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। পাঁচ নম্বরে নামা রাহুল টিম ইন্ডিয়ার সাফল্যের অন্যতম কারিগর ছিলেন গ্রিন পার্ক স্টেডিয়ামে। তাঁকে ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিলো। প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ভোঁতা করে সাদা পোশাকেই ঝড় তোলেন তিনি। ৭টি চার ও ২টি ছক্কার সাহয্যে ৪৩ বলে করেন ৬৮ রান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেতে পারেন বড় দায়িত্ব-

Virat Kohli, Gautam Gambhir and KL Rahul | Image: Getty Images
Virat Kohli, Gautam Gambhir and KL Rahul | Image: Getty Images

গত বছরের গোড়া অবধি ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ছিলেন কে এল রাহুল (KL Rahul)। ইতিপূর্বে তাঁর নেতৃত্বে ২০২২-এ ভারত টেস্ট সিরিজ’ও জিতেছিলো বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু ২০২৩-এর বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুটি টেস্টের পর তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয় এই দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) করা হয়েছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) ডেপুটি। কিন্তু এই পদে স্থায়ী হন নি তিনিও। সাম্প্রতিক বাংলাদেশ সিরিজে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয় নি কাউকেই। তবে সামনে রয়ছে অস্ট্রেলিয়া সিরিজ। কোনো সহ-অধিনাইয়ক ছাড়া দুই মাসব্যপী অ্যাওয়ে সিরিজ খেলা যে ঝুঁকি’র, তা অনুধাবন করতে পারছে বোর্ড। সূত্রের খবর খুব শীঘ্রই ঘোষিত হবে নিয়া নাম। ফর্ম ধরে রাখতে পারলে পদ ফিরে পেতে পারেন রাহুল।

রোহিতের বদলে রাহুল সামলাবেন নেতৃত্ব-

Rohit Sharma and KL Rahul | Image: Getty Images
Rohit Sharma and KL Rahul | Image: Getty Images

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি। প্রথম টেস্টটি রয়েছে পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে। এরপর গোলাপি বলের ম্যাচে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই দুই ম্যাচের মধ্যে কোনো একটিতে ভারত পাবে না তাদের অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। সংবাদসংস্থা PTI জানিয়েছে যে ব্যক্তিগত সমস্যার কারণে ঐ সময়ে বিসিসিআই-এর থেকে ছুটি চেয়ে নিয়েছেন রোহিত। তিনি যদি খেলতে না পারেন তাহলে দল সামলানোর জন্য নতুন কাউকে বেছে নিতে হবে কর্মকর্তাদের। জসপ্রীত বুমরাহ’র এর আগে টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কেউ কেউ মনে করছেন যে ঋষভ পন্থকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে। কারও বাজি আবার শুভমান গিল। তবে সহ-অধিনায়কত্ব যদি কে এল রাহুল (KL Rahul) পান, তাহলে রোহিতের অবর্তমানে তাঁকে দেখা যাবে অধিনায়কের আসনে।

Also Read: IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে বাংলার তারকা, দুই সেরা অস্ত্রকে বাইরে রেখেই মাঠে নামছে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *