IPL 2025: ভারতের অন্যতম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলকে নিয়ে প্রতি বছর ক্রিকেট প্রেমীদের মেতে উঠতে দেখা যায়। দলগুলিও সারা বছর ধরে এই টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করে। এই বছর ২২ মার্চ থেকে আইপিএল (IPL 2025) শুরু হতে চলেছে। তার আগে মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ায় ইতিমধ্যেই একাধিক তারকা ক্রিকেটারের দল পরিবর্তন হয়েছে। ফলে নতুনভাবে ফ্রাঞ্চাইজিগুলি সেজে উঠেছে। এমন কিছু ক্রিকেটার আছেন যারা নিজেদের পুরোনো দলের বিপক্ষে আসন্ন আইপিএলে জ্বলে উঠতে পারেন। এইরকম ৩ জন ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হলো।
এমন তিনজন ক্রিকেটার যারা নিজেদের পুরোনো দলের বিপক্ষে জ্বলে উঠবেন-
১) কেএল রাহুল (KL Rahul)

২০২২ সাল থেকে কেএল রাহুল (KL Rahul) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক হিসেবে ৩ বছর দায়িত্ব সামলেছেন। কিন্তু একবারও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ পরাজিত হলে দলের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা মাঠের মধ্যেই অধিনায়ক রাহুলের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। এর পরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় এই তারকা ব্যাটসম্যানের। অন্যদিকে এই বছর মেগা নিলামে রাহুল (KL Rahul) ১৪ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) যোগ দিয়েছেন। দিল্লি তাদের নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের (Axar Patel) নাম প্রকাশ করেছে। সূত্র অনুযায়ী কেএল রাহুল নিজেই অধিনায়কত্বের দায়িত্ব নিতে চাননি। ফলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে এই বছর আইপিএলে (IPL) তিনি জ্বলে উঠতে চলেছেন। পুরোনো দল লখনউয়ের (LSG) বিপক্ষেও তাকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যাবে বলে অনেকেই মনে করছেন।
Read More: IPL’কে টক্কর দিতে প্রস্তুত সৌদি আরব, গ্ৰ্যান্ড স্লাম লীগের জন্য করছে টাকার বৃষ্টি !!
২) মহম্মদ সিরাজ (Mohammed Siraj)

২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে আইপিএলের যাত্রা শুরু করেছিলেন মহম্মদ সিরাজ। এরপর তিনি ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (Royal Challengers Bangaluru) যোগ দেন। এই দলের হয়ে সিরাজ (Mohammed Siraj) একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের অবদান রেখেছেন। দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর জার্সিতেই তিনি তৈরি করেছেন নতুন পরিচয়। কিন্তু ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে এই তারকা পেসারকে আরসিবি (RCB) ছেড়ে দেয়। এমনকি সিরাজকে দলে ধরে রাখার জন্য আরটিএম কার্ডও ব্যবহার করেনি বেঙ্গালুরু। মেগা নিলামে গুজরাট টাইটান্স ১২.২৫ কোটি টাকার বিনিময়ে এই তারকা পেসারকে সই করায়। অন্যদিকে সাম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি জাতীয় দলেও জায়গা করে নিতে পারেননি। ফলে আইপিএলের দুরন্ত পারফরমেন্স করে ফিরে আসতে চাইবেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। নিজের পুরনো দলের বিপক্ষেও তাকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যাবে।
৩) মিচেল স্টার্ক (Mitchell Starc)

গত বছর আইপিএলে (IPL 2025) অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ২৪.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে কিনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। তবে টুর্নামেন্টের প্রথম দিকে স্টার্ক সেইভাবে দলকে উইকেট সংগ্রহ করে সাহায্য করতে পারেননি। কিন্তু প্লে অফে এবং ফাইনালে নাইট বাহিনীদের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। স্টার্ক দলকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে এই বছর মেগা নিলামের আগে কেকেআর (KKR) এই তারকা পেসারকে ছেড়ে দেয়। স্টার্ক (Mitchell Starc) ১১.৭৫ কোটি টাকার বিনিময়ে এই বছর মেগা নিলামে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) যোগ দিয়েছেন। গত বছর তিনি ১৪ ম্যাচে ১৭ টি উইকেট সংগ্রহ করেছিলেন। ফলে এই বছর আইপিএলে নিজের পুরনো দল কলকাতার বিপক্ষে জ্বলে উঠতে পারেন এই তারকা অস্ট্রেলিয়ান পেসার।