নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় দলকে চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে ভারতীয় দলের কাছে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা (Rohit Sharma) প্রথম টেস্টে খেলতে পারবেন না বলেই শোনা গিয়েছে। তাঁর পরিবর্তে দুইজন ওপেনারকে ইতিমধ্যেই ভেবে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলার আগে ভারত ‘এ’ দল অস্ট্রেলিয়া ‘এ’ দলের মুখোমুখি হয়েছে।
Read More: জন্মদিনের পরেই কোহলির হলো ‘বিরাট’ ক্ষতি, গড়লেন লজ্জার নজির !!
ব্যার্থ হয়েছেন রাহুল
আর এখানেই বিকল্প হিসাবে যে দু’জনকে ওপেনার হিসাবে ভাবা হচ্ছিল, সেই দু’জনই ভারত ‘এ’-র হয়ে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন। ভারত বনাম অস্ট্রেলিয়া সফরে ব্যাকআপ ওপেনার হিসাবে সুযোগ পাওয়া অভিমন্যু ঈশ্বরণ খাতা খুলতেই ব্যার্থ হয়েছেন। তাছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে কম সুযোগ পাওয়া কেএল রাহুল ও ধ্রুব জুড়েলকে এই সিরিজ খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কামব্যাক নিয়ে উঠছে প্রশ্ন। দ্বিতীয় আন অফিসিয়াল টেস্ট ম্যাচে কেএল রাহুল (KL Rahul) আউট হয়েছেন ৪ রানেই। নিউ জিল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটতে না কাটতেই আবার চিন্তায় ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাবেন না সুযোগ
ভারতের মাটিতে ঘূর্ণি পিচ হোক কিংবা বিদেশে গতিময় পিচে ভারত ব্যার্থ হয়েছে বারবার। নিউজিল্যান্ডের নিম্নমানের বোলিং লাইন আপের কাছে অনাবৃত হয়েছে ভারতীয় দলের ব্যাটিং। যার ফলে বিসিসিআইয়ের চিন্তা আরও বেড়ে গেল, অস্ট্রেলিয়ার বাউন্সি এবং গতিশীল পিচে কী হতে চলেছে তা চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রথম দিনই ১৬১ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত ‘এ’। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে একটি প্লাস পয়েন্ট হতে চলেছে ধ্রুব জুড়েলের ফর্ম। প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে রাহুলকে নির্বাচন করা হবে কিনা তা নিয়েও মাথা ব্যাথা থাকবে টিম ম্যানেজমেন্টের।