KL Rahul: একেরপর এক উইকেটের পতনে বেসামাল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলের পারফরমেন্স খুবই সাধারণ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এসে শ্রীলঙ্কা দল নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রান বানাতে সক্ষম হয়েছিল। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৪০ রান করে বানান অবিস্কা ফার্নান্দো এবং কামিন্দু মেন্ডিস। প্রথম ম্যাচের মতন আজকের ম্যাচেও স্পিন বোলারদের সামনে সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়েছে।
ব্যার্থ হয়েছেন কেএল রাহুল
দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া যখন ব্যাটিং করতে হাজির হয় তখন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Shubman Gill) পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখান। গত ম্যাচের মতন আজকের ম্যাচেও প্রথম থেকে পাওয়ার হিটিং শুরু করে দেন দুই প্লেয়ার। আজকের ম্যাচে রোহিত শর্মা ৪৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৬৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। শুভমান গিলের সঙ্গে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন মাত্র ৮১ বলে। তবে রোহিত আউট হতেই বদলে যায় সবকিছু।
৯৭ রানে রোহিত শর্মা আউট হওয়ার পর ১১৬ রানে রানের মাথায় গিল এবং দুবে প্যাভিলিয়নে ফেরেন। পাশাপশি ৩১ রানের মধ্যে বাঁকি উইকেট গুলি হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। এমনকি আজকের ম্যাচে খাতা খুলতেই ব্যার্থ হয়েছেন রাহুল (KL Rahul)। তিনি আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।
দেখেনিন টুইট
Sending KL Rahul at no.7 when he was well settled at no. 5 🤡 pic.twitter.com/RFlut5JOqc
— Dinda Academy (@academy_dinda) August 4, 2024
GG is hell bent on making Axar a middle order all rounder. He was sent ahead of Iyer and KL.
— Tanmay Sabnis (@tanmay_sabnis) August 4, 2024
Its pure utter scrap batting by Rahul chutiya it’s not about the place 🤮
— HBD LUCKY💞 (@JSPCult518) August 4, 2024
Bsdk usko hypothesis kar diya hei kya ki batting bas 5 par hogi , aur kahi daal diya toa nahi kar payega?
— Y (@Volt__y) August 4, 2024
Bro's defence is worse than that of Kl Rahul
— Prak (@Prak78017727471) August 4, 2024
GG mentality Saar 🤡🤡
— Gondrala sravan (@GondralaS83584) August 4, 2024