ভারতীয় দলের প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) এখন খবরের শিরোনামে। গতকাল তার অবসর সংক্রান্ত একটি ভুয়ো পোস্ট সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছিল। রাহুল আপাতত ভারতের হয়ে টেস্ট ও ওডিআই ফরম্যাটে প্রতিনিধিত্ব করছেন এবং খারাপ ফর্মের কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যার্থ হয়েছিলেন রাহুল, তার এই পারফরমেন্সের পর জাতীয় দলে ওডিআই ফরম্যাটেও সুযোগ পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
রাহুল (KL Rahul) ইংল্যান্ডের বিরুদ্ধে তার শেষ টেস্ট সিরিজটি খেলেছিলেন। প্রথম দুই ম্যাচ খেলার পর চোটের কারণে সিরিজের বাঁকি ম্যাচগুলোতে সুযোগ পাননি তিনি। সামনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রাহুলকে দুলীপ ট্রফিতে পারফরমেন্স করতে দেখা যাবে এবং তার আগে তিনি অনুশীলন করতে শুরু করে দিয়েছেন। পাশাপশি, চলতি সময়ে কেএল রাহুল বনজ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তার একটি আক্রমণাত্মক ইনিংসের জেরে। রঞ্জি ট্রফিতে অসাধারন ইনিংস খেলেন রাহুল, ২০১৫ সালে রাহুলের ব্যাট থেকে এসেছিল ৩৩৭ রানের একটি বিধ্বংসী ইনিংস।
Read More: বাদ ধনশ্রী ভর্মা, শ্রদ্ধা কাপুরের প্রেমে পাগল শ্রেয়াস আইয়ার, বাংলাদেশ সিরিজের আগেই ঘুরবেন সাতপাক !!
রঞ্জিতে তান্ডব করেন রাহুল
এই ইনিংসে রাহুল ৪৭টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০১৫ সালের রঞ্জি ট্রফিতে কর্ণাটক এবং উত্তরপ্রদেশের ম্যাচে ব্যাট হাতে তান্ডব দেখিয়েছিলেন রাহুল (KL Rahul)। কর্ণাটক দলের কেএল রাহুলের বিধ্বংসী ইনিংসে প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ দলের সামনে ৭১৯ রান বানিয়ে ফেলে। তবে সামনে বড় রান দেখে ব্যাকফুটে চলে যায় উত্তরপ্রদেশ এবং তাসের ঘরের মতন দলের ব্যাটিং ভেঙে পড়েন। ২২০ রানে শেষ হয় উত্তরপ্রদেশ দলের প্রথম ইনিংসের ব্যাটিং। ৪৯৯ রানের লিড থাকা সত্ত্বেও আবার ব্যাটিং করতে নামে কর্ণাটক। দ্বিতীয় ইনিংসে ২১৫ রান বানায় কর্ণাটক, ৭১৪ রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাটিং করতে এসে ৪২ রান বানাতে খেলাটি ড্র রূপে পরিসমাপ্তি ঘটে।
রাহুলের প্রথম শ্রেণীর ক্যারিয়ার
কেএল রাহুলের প্রথম শ্রেণীর কেরিয়ার খুবই উজ্জ্বল, তিনি তার ক্যারিয়ারে ৯৩ ম্যাচের ১৫৮ ইনিংসে ৪৪.১৮ গড়ে ৬৭৬০ রান বানান এবং ১৮টি সেঞ্চুরি সহ ৩২টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।