IPL 2025: অধিনায়কত্বের প্রস্তাব ফেরালেন KL রাহুল, দিল্লীকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল !! 1

IPL 2025: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল। মেগা নিলামের ফলে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ দলের অধিনায়ক অন্য দলে স্থানান্তরিত হয়েছেন। ফলে আসন্ন আইপিএলে জন্য একাধিক দলের অধিনায়ক পরিবর্তন করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) আজ তাদের নতুন অধিনায়ক নির্বাচন করেছে। তার আগেই এবার বড়ো খবর সামনে এসেছিল। দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) অধিনায়কত্বের দায়িত্ব নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

Read More: KL বা ফাফ নয়, এই বিশ্বকাপজয়ী তারকা পেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব !!

অধিনায়কের প্রস্তাব ফেরালেন রাহুল-

IPL 2025: অধিনায়কত্বের প্রস্তাব ফেরালেন KL রাহুল, দিল্লীকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল !! 2
KL Rahul | Image: Getty Images

২০২২ সাল থেকে কেএল রাহুল লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। এই বছর মেগা নিলামে তিনি ১৪ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) যোগ দিয়েছেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরমেন্স করে নজর কেড়েছেন এই তারকা ব্যাটসম্যান। ফলে মনে করা হচ্ছিল ২০২৫ আইপিএলে তিনি দিল্লিকে (DC) নেতৃত্ব দিতে চলেছেন। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সূত্র অনুযায়ী অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কেএল রাহুল। ফলে দিল্লির নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকে (Axar Patel) বেছে নেওয়া হলো।

সফল অধিনায়ক কেএল রাহুল-

IPL 2025: অধিনায়কত্বের প্রস্তাব ফেরালেন KL রাহুল, দিল্লীকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল !! 3
KL Rahul | Image: Getty Images

২০২২ সালে কেএল রাহুল (KL Rahul) লখনউ সুপার জায়ান্টসকে (LSG) সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্লে অফে জায়গা করে দিয়েছিলেন। এই মরসুমে তিনি ব্যাট হাতে ১৫ ম্যাচে ৬১৬ রান তুলে নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। ২০২৩ আইপিএলেও রাহুল (KL Rahul) দলের জয়ের ধারাবাহিকতা বজায় রাখেন। লিগ পর্বে এলএসজি ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে প্রবেশ করেছিল। তবে গত বছর টুর্নামেন্টে এই তারকা ব্যাটসম্যান লখনউকে প্লে অফে নিয়ে যেতে পারেননি। দল ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়। ফলে সম্ভবত সেই কারণেই দিল্লি রাহুলের বদলে নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকে বেছে নিল।

 

Also Read: IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ জ্যাকি শ্রফ, সামলাবেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *