আইপিএলে কলকাতার হয়ে খেলবেন না KL রাহুল, ফেরালেন ২৫ কোটি টাকার অফার !! 1

আইপিএল (IPL 2025) ট্রফি জয় করার জন্য সারা বছর ধরে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের প্রস্তুতি চালিয়ে যায়। এই বছর টুর্নামেন্টের মেগা নিলামের পরে দলগুলির মধ্যে একাধিক পরিবর্তন দেখা গিয়েছিল। তবে সবাইকে পিছনে ফেলে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চ্যাম্পিয়ন হয়েছে। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে প্রথমবারের মতো ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন সার্থক করেন বিরাট কোহলি (Virat Kohli)। এর মধ্যেই পরবর্তী মরসুমের আগে দল বদলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর মধ্যেই দিল্লি ক্যাপিটালসের (DC) কেএল রাহুলকে (KL Rahul) নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এলো।

Read More: আইপিএল থেকে অবসর নেওয়ার পরেই নিলেন বড়ো সিদ্ধান্ত, দেশ ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন !!

প্রস্তাব ফেরালেন রাহুল-

Kl rahul, ipl 2025
KL Rahul | Image: Getty Images

এই বছর কেএল রাহুলকে (KL Rahul) ১৪ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস (DC) দলে নেয়। তবে তিনি দলের নেতৃত্বের দায়িত্ব ছিলেন না। কিন্তু ব্যাট হাতে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই তারকা‌। ১৩ ম্যাচে ৫৩৯ রান আসে তার ব্যাট থেকে। এরপর‌ও ২০২৬ আইপিএলের আগে দিল্লি রাহুলকে ছেড়ে দিতে চাইছে বলে জল্পনা তৈরি হয়। এর মধ্যেই তাকে দলে আনার বিষয়ে প্রস্তাব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)।

২৫ কোটি টাকা এবং অধিনায়কত্বের প্রস্তাব নিয়ে এই তারকা ক্রিকেটারের কাছে গিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু সূত্র অনুযায়ী সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। রাহুল (KL Rahul) দিল্লি ক্যাপিটালসের (DC) সঙ্গেই থাকবেন বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি লখন‌উ সুপার জায়ান্টসের হয়ে (LSG) অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান আইপিএলে (IPL 2025) ১৪৫ ম্যাচে ৫২২২ রান সংগ্রহ করেছেন।‌

বঞ্চিত রাহুল-

আইপিএলে কলকাতার হয়ে খেলবেন না KL রাহুল, ফেরালেন ২৫ কোটি টাকার অফার !! 2
KL Rahul | Image: Getty Images

আইপিএলের (IPL 2025) সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ব্যাটসম্যান। এই বছর চাম্পিয়ানস ট্রফিতে (CT 2025) নিচের দিকে ব্যাট করতে নেমে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। ৫ ম্যাচে ১৪০ রান সংগ্রহ করেছিলেন। এরপর সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজেও ওপেনার হিসেবে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন রাহুল।

৫ ম্যাচে ৫৩২ রান সংগ্রহ করে সিরিজের তৃতীয় রান সংগ্রহকারী হয়েছিলেন। ফলে মনে করা হচ্ছিল তিনি আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দলে আবারও প্রত্যাবর্তন করবেন। কিন্তু এই টুর্নামেন্টের জন্য প্রকাশিত ১৫ সদস্যের দলে শুভমান গিলের (Shubman Gill) মতো ব্যাটসম্যান কামব্যাক করলেও রাহুলকে সুযোগ দেওয়া হয়নি। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান শেষ ২০২২ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন। এই ফরম্যাটে তিনি দেশে হয়ে সংগ্রহ করেছেন ৭২ ম্যাচে ২২৬৫ রান।

Read Also: “রোহিতকে সরানোর ষড়যন্ত্র…” কোচ গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *