ক্রিকেট ছেড়ে এবার এই প্লাটফর্মে পা জমাচ্ছেন KL রাহুল, প্রেমিকা অথিয়া দিলেন এই প্রতিক্রিয়া !! 1

ক্রিকেট বিশ্বের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন লোকেশ রাহুল (KL Rahul), তবে বর্তমানে তার ফর্ম একেবারেই খারাপ, বিশ্বকাপে তার পারফরমেন্সে অনেক ঘাটতি দেখা গিয়েছে, যা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। বর্তমানে দলের সিনিয়র ক্রিকেটার দের দেওয়া হয়েছে বিশ্রাম, আগামী বাংলাদেশ সিরিজে আবার দেখা যাবে এই ব্যাটসম্যানকে, যদিও ব্যাক্তিগত জীবন নিয়ে অনেকটাই ব্যাস্ত থাকেন রাহুল, সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন লোকেশ রাহুল, তিনি লম্বা সময় ধরে অথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে সম্পর্কে লিপ্ত আছেন, খুব তাড়াতাড়ি চারহাত এক হতে চলেছে।

চুটিয়ে প্রেম করছেন লোকেশ রাহুল ও আথিয়া

ক্রিকেট ছেড়ে এবার এই প্লাটফর্মে পা জমাচ্ছেন KL রাহুল, প্রেমিকা অথিয়া দিলেন এই প্রতিক্রিয়া !! 2

বিগত তিন বছর ধরে এই দুই দম্পতি কে দেখা যাচ্ছে একসাথে, দুইজন ই এখন সোশ্যাল মিডিয়াতে একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেন, সোশ্যাল মিডিয়াতে লোকেশ রাহুল একটি ভিডিও শেয়ার করেছে যেখানে নিজের ইনপুট রেখেছেন অথিয়া, ভিডিওটি তিনি ( লোকেশ রাহুল) রেডবুল ( পানীয় ) এর পক্ষ থেকে করেছিলেন, আসলে রাহুল এই রেডবুলের ব্র্যান্ড আম্বাসেডার, তিনি একটি ছোট ক্লিপ শেয়ার রেখেছেন, যেখানে  রাহুলকে দৈনন্দিন জীবনে কার্যকলাপ করতে দেখা যাচ্ছে, ভিডিওতে ক্যাপশন দিয়ে লিখেছেন  ” উইংস ফর লাইফ (Wings for Life)” । অথিয়া শেট্টি এই পোস্টকে সমর্থন করে থাম্পস আপ দিয়েছেন। দুজনের এমন যুগলবন্দি দেখাই যায় সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul👑 (@klrahul)

খান্দালার বাড়িতে বিবাহ করবেন রাহুল-অথিয়া

ক্রিকেট ছেড়ে এবার এই প্লাটফর্মে পা জমাচ্ছেন KL রাহুল, প্রেমিকা অথিয়া দিলেন এই প্রতিক্রিয়া !! 3

রাহুলকে আগামী বাংলাদেশ সিরিজে আবার দেখা যাবে। রোহিত শর্মার ডেপুটি হিসাবে কাজ করবেন লোকেশ রাহুল, আগামী ২০২৩ বিশ্বকাপের জন্য ভারতীয় দল প্রস্তুতি নেবে এই সিরিজ থেকেই, যদিও তার আগেই বিয়ে করে নিতে পারেন লোকেশ রাহুল, এ বিষয়ে মন্তব্য করে রাহুলের শ্বশুর মশায়  সুনীল শেট্টি খুব তাড়াতাড়ি দুজনের বিয়ে হবে বলে জানিয়েছেন, এবিষয়ে মন্তব্য করে আন্না বলেছেন, “দুজনে তাদের পেশাগত দায়িত্ব পালনের পরই বিয়ে করবেন।” সূত্রের খবর অনুযায়ী, লোকেশ রাহুল এবং আথিয়া শেট্টি একটি পাঁচতারা হোটেলে বিবাহের সিদ্ধান্ত পরিবর্তন করে সুনীল শেট্টি খান্দালার বাড়িতে “জাহান”-এ বিয়ে করতে চান।

বিশ্বকাপে ব্যার্থ লোকেশ রাহুল

ক্রিকেট ছেড়ে এবার এই প্লাটফর্মে পা জমাচ্ছেন KL রাহুল, প্রেমিকা অথিয়া দিলেন এই প্রতিক্রিয়া !! 4

বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনারদের প্রদর্শন ছিল খুবই জঘন্য, আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক লোকেশ রাহুল ও। বিশ্বকাপে লোকেশ রাহুল ৬ ম্যাচে ১২৮ রান করতেই সক্ষম হয়েছেন। বিশ্বকাপে ভালো পারফরমেন্স দেখাতে ব্যার্থ হওয়ায় লোকেশ রাহুলের আগামী দিনে বাংলাদেশের বিরুদ্ধে তাকে আবার দলে ফিরতে দেখা যাবে, দলের সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন রাহুল, আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল ৪৩ টেস্টে ২৫৪৭ রান করেছেন, ৪৫ টি ওডিআই ম্যাচে ১৬৬৫ রান করেছেন এবং ৭২ টি টি টোয়েন্টি ম্যাচে ২২৬৫ রান করেছেন। দলের হয়ে পুরানো ছন্দে ফিরতে মরিয়া লোকেশ রাহুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *