আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি সদস্য তাদের নির্ধারিত ক্যাম্পে তাদের অনুশীলন শুরু করে দিয়েছেন। দীর্ঘ ১৮ বছর ধরে আইপিএল খেলে আসা তিনটি দল এখনও আইপিএল শিরোপা জিততে সক্ষম হয়ে ওঠেনি। তার মধ্যে একটি দল হলো দিল্লি ক্যাপিটালস। গত ১৭ সিজন ধরে দিল্লি কেবলমাত্র ২০২০ সালে আইপিএল ফাইনালে পৌঁছিয়েছিল। এবারের আইপিএলে দলের অন্যতম সফল ক্যাপ্টেন ঋষভ পন্থকেও (Rishabh Pant) ছেড়ে দিয়েছে দিল্লি দল। নতুন ক্যাপ্টেন খুঁজে নেওয়ার জন্য নিলামের মঞ্চে প্রচুর লড়াই চালিয়েছিল দিল্লি ফ্রাঞ্চাইজি।
দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল

আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে খেলতে চলেছেন কেএল রাহুল (KL Rahul)। চলতি সময়ে বেশ দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল, সদ্য সমাপ্ত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অসাধারণ ব্যাটিং করেছেন। চলতি সময়ে তার এই প্রদর্শন মাথাচাড়া দিয়েছে টিম ম্যানেজমেন্টের। রাহুলকে দলের নেতা হিসেবে দেখতে চেয়েছিলেন ভক্তরা। তবে, কেএল রাহুলকে উপরক্ষা করে দিল্লি ক্যাপিটালস দল এবার অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে বিশ্বকাপ বিজেতা খেলোয়াড় অক্ষর প্যাটেলকে (Axar Patel)। গত ৯ মাসের মধ্যেই ২টি আইসিসি শিরোপা জিতেছে ভারতীয় দল, আর ভারতের এই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন অক্ষর প্যাটেল।
Read More: IPL 2025: আইপিএলের আগেই দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো মোহাম্মদ শামির উপর, গুজরাট টাইটান্স থেকে পড়লেন বাদ !!
অধিনায়ক হওয়ার কথা ছিল রাহুলের
অক্ষরের অলরাউইন্ডিং পারফর্মেন্সের জন্য তাকে গুরুদায়িত্ব তুলে দিয়েছে ফ্রাঞ্চাইজি। দলে কেএল রাহুল (KL Rahul) এবং ফাফ ডু প্লেসিসদের মতন খেলোয়াড়রা থাকা সত্ত্বেও অক্ষরকে দলের দায়িত্ব দেওয়াতে খুশি হননি নেটিজেনরা। সূত্রের খবর, এবারের আইপিএলে শেষ বারের জন্যই দিল্লি ক্যাপিটালস দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নামতে চলেছেন। আসলে, রাহুল আইপিএলের একজন সফল ব্যাটসম্যান ও অধিনায়ক হিসাবেও বেশ সফল তিনি। পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস ও ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন রাহুল। নেতা হিসেবে তাঁর সেরাটা সবসময় বহিঃপ্রকাশ ঘটেছে। তবে, তাঁকে অধিনায়ক হিসাবে নিয়োগ না করেই ভুল করে ফেললো ফ্রাঞ্চাইজি। আগামী মৌসুমে তিনি আবার মিনি নিলামে নাম লেখাবেন।