kl rahul might play for usa

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন কেএল রাহুল (KL Rahul)। ভারতীয় ক্রিকেটের এই প্রতিভাবান ক্রিকেটার দিন দিন সমাজ মাধ্যমে নেটিজেনদের ট্রোলের বিষয়বস্তু হয়ে উঠছেন। ভারতীয় দলের এই প্রতিভাবান খেলোয়াড় ভারতের জার্সিতে একাধিক ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে রাহুল ৫১টি টেস্ট ম্যাচ খেলেছেন, ৭৭টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ভারতীয় দলের এই প্রমুখ ব্যাটসম্যানকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবহেলার পাত্র বানিয়ে তুলেছে।

BCCI এর অবহেলার পাত্র হয়ে উঠেছেন রাহুল

KL Rahul, team india
KL Rahul | Image: Getty Images

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করার পর রাহুল ওপেনার হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে চলতি সময়ে দলের ওপেনার থেকে হয়ে গিয়েছেন লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান। ভারতীয় দলের এই প্রমুখ ক্রিকেটারকে চলতি বাংলাদেশ টেস্টে বেশ অবহেলিত করা হয়েছে। আসলে, রাহুলকে (KL Rahul) প্রথম টেস্টের দুই ইনিংসেই লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতে পাঠানো হয় এবং ঋষভ পন্থকে (Rishabh Pant) তার আগে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। তবে এই প্রথম নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও রাহুলকে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতে পাঠানো হয়, যেখানে রাহুল ২০২৩ সালের এশিয়া কাপের মঞ্চ থেকে মিডিল অর্ডারে ভারতের সর্বাধিক রান স্কোরার ছিলেন।

Read More: KL Rahul: “ছেলেখেলা চলছে…” KL রাহুলের পাশে দাঁড়ালেন আকাশ চোপড়া, নিলেন গম্ভীর-রোহিতের ক্লাস !!

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে রাহুল (KL Rahul) ব্যার্থ ছিলেন, তবে দ্বিতীয় ইনিংসে তিনি যখন ব্যাটিং করতে আসেন তখন তাকে বেশ ছন্দে দেখা যায়। ১৯ বলে ২২ রানে নট আউট ছিলেন রাহুল। সময় বাঁকি ছিল প্রায় আড়াই দিন, ভারতের সামনে ছিল কেবলমাত্র একটি ইনিংস, না ছিল আকাশে মেঘ না সম্ভাবনা ছিল বৃষ্টির। তবুও রাহুলের ফর্মে ফেরার কোনরূপ সাহায্য করলো না বিসিসিআই। ভারতের লিড ৫১৪ রানে পৌঁছালে ইনিংস সমাপ্তির ঘোষণা করেন ক্যাপ্টেন রোহিত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মন্তব্য করে বলেছেন, “কেএল রাহুলের সঙ্গে ভুল করছে টিম ম্যানেজমেন্ট, তাকে টপ অর্ডার থেকে মিডিল অর্ডার ব্যাটসম্যান বানালো, আবার যখন তার ব্যাটিং করার সুযোগ আসলো তখন ইনিংস সমাপ্তির ঘোষণা করলো। তাকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিচ্ছে না।”

দেশ ছাড়বেন রাহুল

Kl rahul, t20 world cup 2024,
KL Rahul | Image: Getty Images

বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ভারত ছাড়তে চলেছেন কেএল রাহুল, এবার বিদেশি দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেবেন রাহুল। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে পারেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে তাকে খেলতে দেখা যেতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র দলের হয়ে মোনাঙ্ক প্যাটেল, সৌরভ নেত্রভালকার, হারমিট সিংদের মতন প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়দের খেলতে দেখা যায়। রাহুল তাদের দলের অধিনায়ক হলে দলের পারফর্মেন্স আরও সুন্দর হবে।

Read Also: ভারতে জন্মে ভুল করেছে সঞ্জু স্যামসন, বারবার হচ্ছেন ‘আস্তাকুঁড়ের বর্জ্য’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *